বাংলাহান্ট ডেস্ক : বলিউডে জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্টে (Radhika Apte)। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করে, এমন সাহস হয়তো কারোরই হবে না। তাঁর ছবিগুলিও তাঁর মতোই ভিন্ন ধারার। বরাবর গতানুগতিক ধারার বাইরে দিয়েই হাঁটতে দেখা গিয়েছে রাধিকাকে (Radhika Apte)। কিন্তু সম্প্রতি তাঁর এই অতি বহির্মুখী স্বভাবের জন্যই চরম সমালোচনার মুখে পড়তে হচ্ছে অভিনেত্রীকে।
মাতৃত্ব নিয়ে অকপট রাধিকা (Radhika Apte)
কিছুদিন আগেই জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন রাধিকা (Radhika Apte)। এক ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েছেন তিনি। আবার তাঁর প্রেগনেন্সি ফটোশুট নিয়েও শুরু হয়েছে চরম বিতর্ক। এর মাঝেই গর্ভাবস্থা এবং মা হওয়া নিয়ে মুখ খুললেন রাধিকা (Radhika Apte)। স্পষ্ট জানালেন, তাঁর নাকি মা হওয়ার ইচ্ছা, পরিকল্পনা কোনোটাই ছিল না।
সন্তান চাননি অভিনেত্রী: এক সাক্ষাৎকারে রাধিকা (Radhika Apte) বলেন, তাঁর অন্তঃসত্ত্বা হয়ে পড়াটা কোনো দুর্ঘটনা ছিল না ঠিকই, তবে এমনও নয় যে সন্তানের জন্য চেষ্টা করছিলেন তিনি এবং তাঁর স্বামী। তাই খবরটা জানতে পেরে বড় ‘শক’ পেয়েছিলেন তিনি। রাধিকা (Radhika Apte) বলেন, “এটা খূব সহজ হয়ে যায় যখন মানুষ এটা বুঝতে পারে যে তাদের সন্তান চাই নাকি চাই না। আমাদের ক্ষেত্রে, আমরা কেউই সন্তান চাইনি। তবে ওই ১ শতাংশ মতো কৌতূহল ছিল যে, বিষয়টা কেমন হবে। কিন্তু যখন এটা ঘটল (যখন তিনি অন্তঃসত্ত্বা হলেন), আমরা নিশ্চিত ছিলাম না যে এগোবো নাকি না”।
আরো পড়ুন : ‘ঝুঁকেগা নেহি…’, পুষ্পাকে ঘোল খাইয়ে বাংলায় অব্যাহত বহুরূপীর দাপট, ৭০ দিন পরেও হাউজফুল! শিবপ্রসাদ বললেন…
ট্রোলড হচ্ছেন অভিনেত্রী: রাধিকার (Radhika Apte) এই ‘সৎ স্বীকারোক্তি’ অবশ্য ভালো ভাবে নেয়নি অনেকেই। তীব্র সমালোচনা, ধিক্কারের মুখে পড়তে হয়েছে তাঁকে। অনেকেই মন্তব্য করেছেন, মাতৃত্ব মেয়েদের জীবনে একটা মূল্যবান অনুভূতি। তাকে এভাবে অসম্মান করেন কীকরে রাধিকা (Radhika Apte)? কেউ কেউ বলেছেন, সন্তান ধারণের জন্য কত মানুষ কত চেষ্টা করে। কিন্তু তাদের সেই ভাগ্য হয় না। আর রাধিকা পেয়েও অবহেলা করছেন!
আরো পড়ুন : হিন্দিতে তো ব্লকবাস্টার, বাংলায় ‘অ্যানিম্যাল’ তৈরি হলে কারা হতেন নায়ক নায়িকা? কাস্টিং রেডি
শুধু তাই নয়, অভিনেত্রীর প্রেগনেন্সি ফটোশুটও তীব্র বিতর্কের সৃষ্টি করেছে নেট মাধ্যমে। সম্প্রতি অন্তঃসত্ত্বাকালীন ফটোশুটের ছবি শেয়ার করে বিতর্কের মুখে পড়েন রাধিকা। তাঁর বিরুদ্ধে ‘অশ্লীলতা’ ছড়ানোর অভিযোগ ওঠে। এমন সুন্দর সময়টাকে এই ধরণের ‘বিকৃত’ ছবি দিয়ে নষ্ট করছেন অভিনেত্রী, এমন অভিযোগও করেছেন অনেকে।