বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রে রাধিকা মার্চেন্ট (Radhika Marchant) এবং আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির বিবাহ। তবে সব কিছুকে ছাড়িয়ে গেল রাধিকার গায়ে হলুদের লুক। বিশেষত রাধিকার ওড়নার (Veil) ডিজাইন দেখে রীতিমত হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা৷ রাধিকার ওড়নাটা বানানো হয়েছে শুধুমাত্র ফুল দিয়ে। গাঁদা ফুল আর বেল ফুলের সমাহারে তৈরি রাধিকার এই ওড়না নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কলকাতার ডিজাইনারকে কপি করল রাধিকা (Radhika Marchant)
উল্লেখ্য, রাধিকা মার্চেন্ট ও অনন্ত অম্বানির (Anant-Radhika) গায়ে হলুদের অনুষ্ঠান ছিল গত 8 জুলাই। গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ লেহেঙ্গায় দেখা মিলেছে রাধিকার। রাধিকার গায়ে হলুদের ওড়নার ডিজাইন দেখে আপনিও বলতে বাধ্য হবেন, সেটি নিঃসন্দেহে মাস্টারপিস ডিজাইন। নকল ফুল নয়, একেবারে আসল ফুল দিয়ে সুসজ্জিত ছিল রাধিকার ওড়না। বেল ফুলের কুঁড়ি দিয়ে ওড়নার বুননের কাজ করা হয়েছে। বর্ডার করা হয়েছে হলুদ রঙের গাঁদা ফুল দিয়ে। কিন্তু, ঠিক একই ধরনের ওড়না বছর দুয়েক আগে বানিয়েছিলেন অন্য কোন এক ডিজাইনার। তিনি খোদ কলকাতার। অথচ তিনি রয়ে গেলেন আড়ালেই।
শুভম চক্রবর্তী নামক কলকাতার (Kolkata) এক রূপটান শিল্পী ২০২২ সালের ২৩ শে জানুয়ারি বেশ কয়েকটি ছবি নিজে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে পোস্ট করেছিলেন। সেখানে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা মিত্র নামক এক মডেল অভিনেত্রীকে তিনি সাজিয়েছেন অফ হোয়াইট লেহেঙ্গায়। সাথে পারফেক্ট মেকআপ লুক। আর প্রিয়াঙ্কার কাঁধের ওপর রয়েছে ফুলের তৈরি ওড়না। বেলি ফুলের কুঁড়ি দিয়ে একইভাবে বুননের কাজ করা হয়েছে সেই ওড়নায়। ওড়নার বর্ডার তৈরি করা হয়েছে গাঢ় গোলাপী রঙের মোরগ ফুল দিয়ে।
আবারো বলে রাখি, কলকাতার রূপটান শিল্পী শুভম চক্রবর্তীর পোস্ট করা ছবিগুলি কিন্তু বছর দুয়েক আগের। সুতরাং এ কথা বলাই যায়, বছর দুয়েক আগেই এমন সুন্দর ইউনিক ডিজাইনের অরিজিনাল ফুলের ওড়না কলকাতারই কোন এক শিল্পী তৈরি করেছিলেন। যদিও তার নাম জানা যায়নি। অথচ সেই একই ধরনের ওড়না দেখা যাচ্ছে আম্বানি পরিবারের ছোট ছেলের হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের (Radhika Marchant) গায়ে হলুদের অনুষ্ঠানে তাকে পরিধান করতে। তাহলে কি কোথাও কলকাতার থেকে এই অনুপ্রাণিত হয়ে এমন ওড়না তৈরীর দিকে ঝুঁকেছে মুম্বাইয়েরি শিল্পীরা? উঠছে প্রশ্ন।