বাংলাহান্ট ডেস্ক : সদ্য জি বাংলায় শুরু হয়েছে ‘দুগ্গামণি ও বাঘমামা’ (Serial)। বহুদিন পর জি বাংলায় আবারো শিশুকেন্দ্রিক গল্প। মুখ্য চরিত্রে দুগ্গামণি ওরফে রাধিকা কর্মকার তো রয়েছেই। সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে (Serial) দেখা যাচ্ছে চমচম থুড়ি সুপ্রদীপ খাটুয়াকে। সোশ্যাল মিডিয়ায় অবশ্য সে ‘ফুগলা’ নামেই জনপ্রিয়। দুই শিশুশিল্পীই জমিয়ে দিচ্ছে সিরিয়াল (Serial)। আবার এই কদিনেই বাস্তবেও বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছে ফুগলা এবং রাধিকা।
দুগ্গামণি সিরিয়ালে (Serial) দেখা যাচ্ছে ফুগলাকে
সিরিয়ালে (Serial) মুখ্য চরিত্র দুগ্গামণির ভূমিকায় দেখা যাচ্ছে খুদে অভিনেত্রী রাধিকা কর্মকারকে। এই ধারাবাহিকে (Serial) একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে ফুগলা। এর আগেও একটি সিরিয়ালে দেখা গিয়েছে তাকে। মিষ্টি ফুগলার অভিনয় দক্ষতার ভক্ত দর্শকরা। তার সংলাপ বলার ধরণ, কায়দা সবই দর্শকদের বিশেষ পছন্দের। রাধিকার সঙ্গেও বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে তার।
ভাইরাল মিষ্টি ভিডিও: সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দুই বন্ধুকে হাতে হাত ধরে হাঁটতে দেখা যাচ্ছে। প্রথমেই ফুগলাকে (Serial) জিজ্ঞাসা করতে শোনা যায়, “বুলেট বাইক নিয়ে এসেছো তুমি?” যার উত্তরে রাধিকা বলে, বুলেট নয়, অন্য একটি কালো রঙের গাড়ি এনেছে সে। তারপর ফুগলাকে বলতে শোনা যায়, “বাব্বা কত গাড়ি! মাহিন্দ্রা থার, কোথায় আর ওয়ান ফাইভ, কোথায় কেটিএম, কত গাড়ি!”
আরো পড়ুন : চাকরি গেল অঙ্কুশের! ডান্স বাংলা ডান্সের সঞ্চালনায় “হল্লা পার্টি”, বাদ পড়লেন নায়ক?
বেশ বন্ধুত্ব হয়েছে দুজনের: এরপরেই ফুগলা বলে, “আমি তো ল্যাম্বরগিনি কিনব”। সঙ্গে সঙ্গে পর্দার দুগ্গামণির (Serial) উত্তর, “আমার তো কেনা হয়েই গিয়েছে”। দুই খুদের গাড়ি নিয়ে এমন গুরুগম্ভীর আলোচনায় বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, “দুইজন কি মিষ্টি লাগছে”। আরেকজন আবার লিখেছেন, “দুটোই পাকা কিউট।”
প্রসঙ্গত, সিরিয়ালের (Serial) গল্প অনুযায়ী, দুগ্গামণি অনাথাশ্রমে বড় হয়েছে। কিন্তু সেই আশ্রমের মালকিন তাকে বিক্রি করে দিতে চায়। এদিকে মানালির এক শিশুকন্যার জন্মের পরেই তার কাছছাড়া হয়ে যায়। কিন্তু সেকথা লুকিয়েই বিয়ে দেওয়া হয় তাকে। কিন্তু দুগ্গামণি (Serial) এসেই সবার মনের কথা পড়ে ফেলতে পারে।