বাংলা হান্ট ডেস্ক: এবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (Telecom Regulatory Authority of India, TRAI) বড়সড় নিয়ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, নতুন নিয়মের অধীনে TRAI একটি ফিল্টার সেট আপ করছে। যা আগামী ১ মে, ২০২৩ থেকে ফোনে ভুয়ো কল এবং SMS-কে বন্ধ করবে। যার ফলে ব্যবহারকারীরা অজানা কল এবং SMS-এর বাড়বাড়ন্ত থেকে মুক্তি পাবেন। এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য বর্তমান প্ৰতিবেদনে উপস্থাপিত করা হল।
১ মে থেকে হয়ে যাবে লাগু: উল্লেখ্য যে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) ইতিমধ্যেই এই বিষয়ে টেলিকম সংস্থাগুলিকে তাদের ফোন কল এবং SMS পরিষেবাগুলিতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স স্প্যাম ফিল্টার উপলব্ধ করার জন্য একটি নির্দেশ জারি করেছে।
মূলত, এই ফিল্টারটি ব্যবহারকারীদের ভুয়ো কল এবং SMS-এর চিন্তা থেকে মুক্ত করবে। উল্লেখ্য যে, এই নতুন নিয়ম অনুসারে, ফোন কল এবং SMS সম্পর্কিত সমস্ত টেলিকম সংস্থাগুলিকে আগামী ১ মে, ২০২৩-এর আগে এই ফিল্টার উপলব্ধ করতে হবে।
Jio-তে শীঘ্রই শুরু হবে সুবিধা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই Airtel এই ধরণের AI ফিল্টারের সুবিধা প্রদানের ঘোষণা করেছে। এমতাবস্থায়, Jio এই নতুন নিয়ম অনুসারে তার পরিষেবাগুলিতে AI ফিল্টার উপলব্ধ করার প্রস্তুতি নেওয়ার ঘোষণা করেছে। বর্তমানে, এই সম্পর্কে খুব বেশি তথ্য না পাওয়া গেলেও অনুমান করা হচ্ছে যে, ভারতে AI ফিল্টারগুলির প্রয়োগ ১ মে, ২০২৩ থেকে শুরু হবে।
প্রোমোশনাল কল বন্ধ করা হবে: TRAI ভুয়ো কল এবং SMS রুখতে নিয়ম তৈরি করতে চলেছে। এর অধীনে, TRAI ১০ ডিজিটের মোবাইল নম্বরের প্রোমোশনাল কল বন্ধ করার দাবি জানিয়েছে। এছাড়াও TRAI কলার আইডি ফিচারও এনেছে। যেটি মারফত কলারের নাম এবং ছবি দেখা যাবে। টেলিকম কোম্পানি Airtel এবং Jio, Truecaller অ্যাপের সাথে এই বিষয়ে আলোচনা করছে। যদিও, তারা কলার আইডি ফিচার প্রয়োগ করা থেকে আপাতত বিরত রয়েছে। কারণ এটিতে প্রাইভেসির সমস্যা হতে পারে।