১৪ তম ফ্রেঞ্চ ওপেন জিতে ইতিহাস নাদালের, শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কয়েক যোজন এগিয়ে স্প্যানিশ তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তবে কি ফেদেরারকে ছাড়িয়ে গেলেন নাদাল?একজন টেনিস প্লেয়ার হিসেবে সবচেয়ে বেশি ফ্রেঞ্চ ওপেন জয় আর সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল‍্যাম জয়, এই রেকর্ড দুটি আগেই নিজের করে নিয়েছিলেন রাফা। গতকাল নিজের ভক্ত রুড কাসপারকে ফরাসি ওপেনের ফাইনালে উড়িয়ে দিয়ে টেনিস জগতে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন তিনি। একপেশে ম্যাচে ৬–৩, ৬–৩ ও ৬–০ গেমে জিতে সবচেয়ে বেশি বয়স্ক টেনিস তারকা হিসাবে গ্র্যান্ড স্ল‍্যাম জয়ের ফেদেরারের রেকর্ডকে ভেঙেছেন নাদাল।

বরাবরই ক্লে কোর্টের সম্রাট হিসাবে পরিচিত রাফায়েল নাদাল প্রথমবার ফ্রেঞ্চ ওপেন শিরোপা জিতেছিলেন ১৭ বছর আগে ২০০৫ সালে। এরপর পরপর তিনটি শিরোপা জেতেন তিনি। মাঝে এক বছর অন্য কেউ জেতার পর আবার টানা ৫বার এই শিরোপা জিতেছিলেন তিনি। তারপর চোটের কারণে দুই বছর নামতে পারেননি রোলাঁ গ্যারোজে। ফিরে এসে ফের টানা চারবার এই প্রতিযোগিতায় জয় পাল তিনি। গত বছর এই ফরাসি ওপেন জয়ের ধারায় ছেদ পড়ে যখন নাদালকে সেমিফাইনালে হারিয়ে দেন নোভাক জোকোভিচ। কিন্তু এবার সেই জোকোভিচকে কোয়ার্টার ফাইনালেই হারিয়ে ১৪তম ফরাসি ওপেন জিতে নিয়েছেন পরিসংখ্যানগত ভাবে সর্বকালের সেরা টেনিস তারকা।

 

এই বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ান ওপেন জিতে গ্র্যান্ড স্ল‍্যাম জয়ের নিরিখে জোকোভিচ এবং ফেদেরারকে ছাড়িয়ে গিয়েছিলেন নাদাল। সেটি ছিল তার ২১তম গ্র্যান্ড স্ল্যাম। কালকের পর সেই সংখ্যাটা দাঁড়ালো ২২। রজার ফেদেরার আর কোনওদিন গ্র্যান্ড স্ল্যাম জিতবেন, তা ফেদেরারের অত্যন্ত বড় ভক্তও হয়তো আশা করেন না। কিন্তু ফর্মে থাকা সার্বিয়ান তারকা জোকোভিচের সঙ্গে ব্যবধানটা আরও বাড়িয়ে নিয়েছেন রাফা যিনি বয়সে সার্বিয়ান তারকার চেয়ে কয়েক বছরের বড়।।

ম্যাচ শেষে কিছুটা আবেগপ্রবণই হয়ে পড়েছিলেন নাদাল। ট্রফি হাতে নিয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় স্প্যানিশ তারকা বলেছেন, “আমার এইমুহূর্তে কেমন লাগছে, তা বর্ণনা করা সহজ নয়। আমি ৩৬ বছর এই প্রতিযোগিতায় আবার নামব এবং ফাইনাল জিততে প্রতিদ্বন্দ্বিতা করব এবং এই শিরোপা জিতবো এগুলি আমি আগে কখনোই ভাবিনি। আমি জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে। কিন্তু আমি খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করবো। শুভকামনার জন্য সকলকে ধন্যবাদ।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর