শেষ ম্যাচে এল পরাজয়! চোখের জলে টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল

বাংলা হান্ট ডেস্ক: শেষ হল একটি অধ্যায়ের। পেশাদার টেনিস থেকে অবসর নিলেন স্পেনের কিংবদন্তি টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল (Rafael Nadal)। গত মঙ্গলবার অর্থাৎ ১৯ নভেম্বর, তিনি প্রফেশনাল ম্যাচে শেষবারের মতো টেনিস কোর্টে যান। ওই বিদায়ী ম্যাচে হেরে গেলেও সমগ্র কেরিয়ার জুড়ে তিনি তৈরি করেছেন ইতিহাস এবং রেকর্ডের পাহাড়। যদিও, শেষ ম্যাচে এই পরাজয় তাঁর জন্য কিছুটা দুঃখের ছিল। কারণ ঘরের মাঠে বিদায়ী ম্যাচে হারতে হয় তাঁকে। এদিকে, অবসর গ্রহণের পর তিনি তাঁর “শখ”-কে কেরিয়ার হিসেবে রূপান্তরিত করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে বিবেচিত করেছেন। পাশাপাশি রাফায়েল এটাও জানিয়েছেন যে, তিনি তাঁর জীবনের পরবর্তী অধ্যায় “মনের শান্তির” সাথে এগিয়ে যাবেন।

টেনিসকে বিদায় জানালেন রাফায়েল নাদাল (Rafael Nadal):

কিংবদন্তি রাফায়েল নাদাল (Rafael Nadal), ২২ টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এদিকে, বিদায়ী ম্যাচে নেদারল্যান্ডসের বোটিক ভ্যান ডিজন্ডসচুপের বিরুদ্ধে তিনি ৬-৪, ৬-৪ ব্যবধানে পরাজিত হন। এটিপি ওয়েবসাইট অনুসারে রাফায়েল তাঁর ম্যাচের পরে বলেছিলেন, “আমি সেই একজন ব্যক্তি, যাঁর কৃতজ্ঞ হওয়া উচিত… অনেক মানুষ…. কোনখান থেকে শুরু করবেন তা বুঝতে পারেন না। স্পেনে এবং বিশ্বজুড়ে, এত স্নেহ পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি।”

Rafael Nadal bids farewell to tennis.

তিনি (Rafael Nadal) আরও বলেছেন যে, “আমি এখানে উপস্থিত পুরো স্প্যানিশ টিমকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা সবাই আমাকে এই ডেভিস কাপে খেলার সুযোগ দিয়েছেন। আমরা যেভাবে চেয়েছিলাম তা হয়নি, আমি আমার সব দিয়েছি। আমার কেরিয়ারের অনেক আবেগঘন মুহূর্ত এখানে উপস্থিত অনেক মানুষের সাথেই কেটেছে, এটা অনেক বড় সম্মানের বিষয়। একসাথে আমরা অনেক বিস্ময়কর জিনিস অর্জন করেছি এবং এখন সময় এসেছে আপনাদের সকলের সেগুলির অর্জন চালিয়ে যাওয়ার।”

আরও পড়ুন: একের পর এক ঝটকা! চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার বিশ্বকাপ খেলতেও পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া

নাদাল (Rafael Nadal) বলেন যে, একজন খেলোয়াড় এটা চান না অবসরের এই মুহূর্তটি সত্যিই আসুক, তবে তাঁর শরীর আর টেনিস খেলতে চায় না। তিনি জানান, “আপনাকে পরিস্থিতি মেনে নিতে হবে, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি আমি আমার একটি শখকে আমার কেরিয়ারে পরিণত করতে সক্ষম হয়েছি এবং এটি আমার কল্পনার চেয়ে অনেক বেশি দীর্ঘ হয়েছে। আমি কেবল জীবনের প্রতি কৃতজ্ঞ হতে পারি। আমি শান্তিতে আছি। কারণ আমি এমন একটি শিক্ষা পেয়েছি যা আমাকে মানসিক শান্তির সাথে আমার নতুন জীবনযাপন করার অনুমতি দিয়েছে। আমার একটি সুন্দর পরিবার আছে যারা আমাকে সমর্থন করে।”

আরও পড়ুন: প্রত্যন্ত গ্রাম থেকে শুরু সফর! প্রথম প্রচেষ্টায় বাজিমাত UPSC-তে, ২২ বছর বয়সে IAS হলেন সুলোচনা

এদিকে, বোটিকের কাছে হারার পর নাদাল (Rafael Nadal) বলেন, এটি তাঁর জন্য একটি আবেগাপ্লুত দিন ছিল। নাদাল জানান, “আমি জানতাম যে একজন পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে এটাই আমার শেষ ম্যাচ হতে পারে। এটির দিকে এগিয়ে যাওয়া মুহূর্তগুলো ছিল আবেগপ্রবণ। সাধারণভাবে সেগুলি সামলানো একটু কঠিন ছিল। অনেক আবেগ ছিল। আমি আমার সাধ্যমতো এটি করার চেষ্টা করেছি। আমি সম্ভাব্য সর্বোত্তম মনোভাব রাখার চেষ্টা করেছি, প্রয়োজনীয় শক্তি দিয়ে, ফলাফল যাই হোক না কেন। শেষ পর্যন্ত আশার আলো দেখা দিলেও তা হয়নি। আমার প্রতিপক্ষ আজ আমার চেয়ে ভালো ছিল।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর