অক্টোবর মাসেই ভারতীয় বায়ুসেনার হাতে আসছে রাফাল যুদ্ধবিমান

বাংলা হান্ট ডেস্ক : দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে চলতি বছরের অক্টোবর মাসেই৷ যদিও সেপ্টেম্বর মাসে ভারতীয় বায়ুসেনার হাতে রাফাল যুদ্ধবিমান আসার কথা ছিল কিন্তু আনুষ্ঠানিক ভাবে 8 অক্টোবর তারিখে রাফাল যুদ্ধবিমান হাতে আসছে ভারতীয় বায়ুসেনার৷ বৃহস্পতিবার রাফাল যুদ্ধবিমান গ্রহণের বিষয়ে সম্মতি দিয়েছেন বায়ুসেনার উপপ্রধান৷ তাই অক্টোবর মাসে অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতীয় বায়ুসেনার হাতে দাসো রাফাল যুদ্ধবিমান তুলে দেবে৷ বৃহস্পতিবার রাফাল যুদ্ধবিমান গ্রহণের আনুষ্ঠানিক সম্মতি ঘোষণা হয়েছে৷ আর এর পরবর্তী ধাপে আনুষ্ঠানিকভাবে সমস্ত যুদ্ধবিমানগুলি গ্রহণ করলেই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে৷

8 অক্টোবর তারিখে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ ও এয়ার চিফ মার্শালের উপস্থিতিতে রাফাল যুদ্ধবিমান তুলে দেওয়া হবে ভারতের হাতে৷ ভারতের অস্ত্রভান্ডার এবং সামরিক ভান্ডারকে মজবুত করতে মোদী জমানা থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ বিশেষ করে পুলওয়ামা কাণ্ডের পর ভারত রাশিয়ার সঙ্গেও অস্ত্র চুক্তি সম্পন্ন করেছে এবং দীর্ঘ বেশ কয়েক বছর আগে ফ্রান্সে 36 যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি করেছিল যার জন্য বরাদ্দ করা হয়েছিল ভারতীয় মুদ্রায় 59000 কোটি টাকা৷ আগামী তিন বছরের মধ্যে সমস্ত যুদ্ধবিমান ভারতের হাতে চলে আসবে বলেই প্রতিরক্ষা দফতর সূত্রে খবর৷

সম্পর্কিত খবর