টিপ হোক বা হিজাব, নারী কী পরবে না পরবে সেটা তার ব‍্যাপার, দাবি সৃজিত-পত্নি মিথিলার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রতিবাদী ও স্বাধীনচেতা মনোভাবের জন‍্য বিশেষ পরিচিতি আছে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার (Rafiath Rashid Mithila)। মূলত বাংলাদেশের নায়িকা হলেও টলিউড পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পরেও এদেশেরই মেয়ে হয়ে উঠেছেন তিনি। কাজও শুরু করেছেন টলিউডে। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে সমালোচনা, কটুক্তির শিকার হতে হয় তাঁকে। পালটা সুর চড়ান মিথিলাও।

তবে এবারে নিজের কারণে না, বাংলাদেশের এক শিক্ষিকার হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন তিনি। জানা যাচ্ছে, গত শনিবার ঢাকার তেজগাঁও কলেজের এক শিক্ষিকাকে হেনস্থা হতে হয়েছে ঊক পুলিস কর্মীর কাছে। তাঁর ‘অপরাধ’ কপালে টিপ পরা। ওই পুলিস কর্মী শিক্ষিকাকে প্রশ্ন করেন, তিনি টিপ কেন পরেছেন?


পালটা শিক্ষিকা প্রতিবাদ জানালেই ধেয়ে আসে কটুক্তি। এমনকি শিক্ষিকার গায়ের উপরে মোটরবাইক চালিয়ে দেওয়ার চেষ্টাও নাকি করেন ওই পুলিস কর্মী। ঘটনার প্রতিবাদে সরব প্রতিবেশী দেশ। বিক্ষোভে সামিল হয়েছেন মিথিলাও।

সোশ‍্যাল মিডিয়ায় নিজের ‘মায়া’ সিনেমা থেকে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সাদা কালো ছবিতে জ্বলজ্বল করছে মিথিলার কপালের লাল রঙের বড়সড় একটি টিপ। ক‍্যাপশনে অভিনেত্রী লিখেছেন,  আমার টিপ নিয়ে কোন কথা নয়, আমার স্বাধীনতা নিয়ে কোন কথা নয়, যদি থাকে আমার আগুনে নিশ্চিহ্ন হবার ভয়, পৃথিবীটা তোমার একার নয়!’


এই মুহূর্তে মিথিলা বাংলাদেশে। আনন্দবাজার অনলাইনের কাছে তাঁর বক্তব‍্য, ধর্ম আর অসহিষ্ণুতা ক্রমশ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। নয় হিজাব, নয় টিপ। নারীর যেকোনো কিছু নিয়ে অকারণে মন্তব‍্য করতেই হবে! কে কী ক‍রবে, কে কী পরবে সেটা তার নিজস্ব বিষয়। সেটা নিয়ে অন‍্য কেউ আপত্তি জানাতে হলে রোষের আগুনে পুড়ে মরবে।

মিথিলার ছবি নিয়ে বাংলাদেশের নেটনাগরিকদের মধ‍্যে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে এই প্রতিবাদকে সমর্থন করছেন। আবার অনেকে কটুক্তি ছুঁড়ে দিচ্ছেন। অনেকে মিথিলার ব‍্যক্তিগত জীবন, বিয়ে বিচ্ছেদ প্রসঙ্গ টেনেও কটাক্ষ করেছেন। অভিনেত্রী অবশ‍্য পাত্তা দিচ্ছেন না এসবে। নিজের ভাল থাকাটাই সবথেকে জরুরি তাঁর কাছে।

সম্পর্কিত খবর

X