পরনে শাড়ি, শাঁখা-পলা, নতুন রূপে মোহময়ী সৃজিত পত্নী মিথিলা, দেখুন ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছরের শেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিচালক সৃজিত মুখার্জি (srijit mukherjee) ও বাংলাদেশি অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াথ রশিদ মিথিলা (rafiath rashid mithila)। মাত্র কিছুদিনই স্বামীকে কাছে পেয়েছিলেন মিথিলা। তারপরেই বিচ্ছেদ। কারন, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া করোনার ত্রাস। দুজনে আপাতত আটকে রয়েছেন দুই দেশে। তাই ভিডিও কলের মাধ‍্যমেই স্ত্রী ও মেয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন সৃজিত মুখার্জি।
সম্প্রতি বেশ কিছু নতুন ছবি শেয়ার করেছেন সৃজিত পত্নী মিথিলা। শাড়ি, হাতে শাঁখা পলা পরে একেবারে বাঙালি বধূর মতো সেজেছেন তিনি। সঙ্গে ছোট্ট টিপ, চোখে কাজল ও খোলা একঢাল চুল সাজ সম্পূর্ণ করেছে মিথিলার। তবে সেই সঙ্গে মাস্কটাও কিন্তু ভোলেননি তিনি।

https://www.instagram.com/p/CCwUWm2h1br/?igshid=uuekb5ftqh5t

ইনস্টাগ্রামে ছবিগুলি পোস্ট করা মাত্রই লাইকের বন‍্যা। অনুরাগীরা প্রশংসা করেছেন মিথিলার এই নতুন রূপের। হাতে শাঁখা পলা পরে অভিনেত্রীর সাজ সম্পূর্ণ হয়েছে, এমনটাই মত সকলের।

https://www.instagram.com/p/CCqqC-KBKzD/?igshid=onddqchcbyl0

এর আগেও বেশ সেজেগুজে ছবি শেয়ার করেছিলেন মিথিলা। হাতে কাঁচের চুড়ি, কানের দুল পরে অসাধারন সুন্দর লাগছিল তাঁকে। তবে শুধু নিজের ছবি নয়, মেয়ে আইরার খুনসুটির মিষ্টি কিছু ছবিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন মিথিলা।

https://www.instagram.com/p/CCpqdc3h7ol/?igshid=pkvtjbxptbj3

আপাতত করোনার জন‍্য দুজনে আটকে রয়েছেন দুই দেশে। ভরসা শুধু ভিডিও কল। মাঝে মাঝে একে অপরের সঙ্গে কাটানো পুরনো মুহূর্তগুলির ছবিও শেয়ার করেন সৃজিত মিথিলা।
এর আগে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে একটি নাচের ভিডিও পোস্ট করেন মিথিলা। ‘মন মোর মেঘের সঙ্গী’ গানের তালে নাচতে দেখা যায় তাঁকে। ক‍্যাপশনে মিথিলা লেখেন, ‘প্রায় ১৫ বছর পরে নাচলাম। আমার ভারত মাতা (মানে আমার শাশুড়ি) সুমিতা দেবীর শ্রীময়ী ক্লাবের রবীন্দ্র জয়ন্তীর ভারচুয়াল অনুষ্ঠানের জন‍্য। ১৫ বছর লম্বা সময়। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। সকলকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা। ‘


ভিডিওটি নিজের টুইটার হ‍্যান্ডেলে শেয়ার করেন গুণমুগ্ধ সৃজিত। ক‍্যাপশনে লেখেন, ‘মাইয়া দেহি এইডাও পারে’। বাংলাদেশী অভিনেত্রী মিথিলাকে এতদিন গায়িকা ও সমাজকর্মী হিসাবেই দেখে এসেছেন সকলে। তাই তিনি যে এত ভাল নাচতেও পারেন তা জানা ছিল না অনুরাগীদের।

X