মহাকাশে একাই খুঁজে পেলেন আড়াই হাজার ব্ল্যাক হোল! ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীর কীর্তিতে অবাক বিশ্ব

বাংলাহান্ট ডেস্ক : যুগ যুগ ধরে মহাকাশ বিজ্ঞানীদের বিস্ময়ের অন্যতম বিষয় হয়ে উঠেছে ব্ল্যাক হোল। তবে মহাকাশ (Space) জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্ল্যাক হোলের সন্ধান পাওয়া মোটেও সহজ কাজ নয়। বিশেষ করে ক্ষুদ্রাকৃতি তথা বামন কোনও ছায়াপথে ব্ল্যাক হোলের (Black Hole) সন্ধান পাওয়া খুবই কঠিন।

মহাকাশ (Space) গবেষণায় নয়া নজির রাগাদীপিকার

তবে এবার একসাথে আড়াই হাজার ব্ল্যাক হোলের সন্ধান পেয়ে নয়া নজির সৃষ্টি করলেন ভারতীয় বংশোদ্ভূত গবেষক রাগাদীপিকা পুচা । ভারতীয় বংশোদ্ভূত রাগাদীপিকা বর্তমানে পোস্টডক্টরাল গবেষক হিসেবে কাজ করছেন উটা বিশ্ববিদ্যালয়ের। জানা গিয়েছে, বামন ছায়াপথগুলির ভিতরে অবস্থিত ২ হাজার ৫০০ কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের সন্ধান পেয়েছে রাগাদীপিকার গবেষক দল।

Ragadeepika Pucha black hole related space work

অ্যারিজোনার জ্যোতির্বিজ্ঞান-যন্ত্র ‘ডার্ক এনার্জি স্পেকট্রোস্কপিক ইনস্ট্রুমেন্ট’ তথা DESI-র সহায়তায় গবেষণার কর্মকাণ্ড চালাচ্ছেন রাগাদীপিকা। DESI-র মাধ্যমে ব্রহ্মাণ্ডের প্রসারণে ডার্ক এনার্জির প্রভাব নির্ধারণ করা হয়ে থাকে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মহাকাশ বিজ্ঞানীদের টিম খুঁজে পেয়েছে মধ্যবর্তী ভরের প্রায় ৩০০ কৃষ্ণগহ্বর।

আরোও পড়ুন : ৬০,০০০ পড়ুয়া! ভারতেরই রয়েছে বিশ্বের বৃহত্তম স্কুল! কোথায় জানেন?

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এখনও পর্যন্ত কোনও মহাকাশ গবেষক দল একসাথে এতগুলি ব্ল্যাক হোলের  সন্ধান পায়নি। সেক্ষেত্রে রাগাদীপিকার (Ragadeepika Pucha) গবেষক টিম মহাকাশ (Space) গবেষণার ক্ষেত্রে যে নজির সৃষ্টি করেছে তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে বিজ্ঞানী (Scientist) মহলে।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের গঠন ও চরিত্র সম্পর্কে জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছেন। কয়েক মাস আগে নাসার পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের সফর করে কীভাবে ফিরে আসা সম্ভব পৃথিবীতে। এবার ব্ল্যাক হোল গবেষণায় নয়া কীর্তির স্বাক্ষর রাখলেন ভারতীয় বংশোদ্ভূত গবেষক।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর