বাংলাহান্ট ডেস্ক: যারা সিরিয়ালের (Serial) নিয়মিত দর্শক, তাদের মধ্যে অনেকেই অভিযোগ করেন, আগেকার দিনের সিরিয়ালগুলি নাকি গল্প, অভিনয় সবেতেই সেরা ছিল। এখনকার মতো কূটকাচালি, মেকি ব্যাপার ততটাও ছিল না। যারা বহুদিন ধরে সিরিয়াল দেখছেন, তারা ‘রাগে অনুরাগে’র (Rage Anurage) কথা নিশ্চয়ই মনে করতে পারবেন।
জি বাংলায় আট বছর আগে সম্প্রচারিত হত এই সিরিয়াল। কড়ি ও কোমল দুই রকম স্বভাবের দুই বোনের গল্প খুব তাড়াতাড়ি মন জয় করে নিয়েছিল দর্শকদের। কূটবুদ্ধির কড়ির চাপে পড়ে সবসময় মাথা নুইয়ে থাকতে বাধ্য হত কোমল। গোটা বাড়ির লোক অতিষ্ঠ ছিল কড়িকে নিয়ে। কিন্তু কোমলের জীবনে সমস্যা আরো বাড়ে নিজের থেকে অনেক বেশি বয়সের একজনকে বিয়ে করার পর।
সিরিয়ালে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন টুম্পা ঘোষ (Tumpa Ghosh)। কড়ি ও কোমল দ্বৈত চরিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এখনো পর্যন্ত দর্শকদের অনেকেই মনে রেখে দিয়েছেন এই সিরিয়ালটি। কিন্তু পরপর কয়েকটি প্রথম সারির চ্যানেলে মুখ্য চরিত্রে অভিনয় করেও যোগ্য খ্যাতি পাননি টুম্পা।
রাঙিয়ে দিয়ে যাও, রাগে অনুরাগে, অগ্নিজল এর মতো সিরিয়ালে অভিনয় করেছেন টুম্পা। তাঁর অভিনয় বাহবাও পেয়েছে দর্শকদের। পাশাপাশি জি বাংলার মহালয়ার অনুষ্ঠানে একবার দূর্গা এবং তারপর কালার্স বাংলা চ্যানেলের মহালয়ার অনুষ্ঠানে দেবী চন্দ্রঘন্টা রূপে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু অদ্ভূত ভাবে রাগে অনুরাগে তে জনপ্রিয়তা পেয়েও আর প্রথম সারির চ্যানেলে দেখা যায়নি টুম্পাকে।
তবে হারিয়ে যাননি টুম্পা। ‘নিশির ডাক’ চ্যানেলে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর কালার্স বাংলায় ‘ত্রিশূল’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় থাকেন টুম্পা। তবে দর্শকরা ফের প্রথম সারির কোনো চ্যানেলের সিরিয়ালে তাঁর অভিনয় দেখতে চান।