নাম নেওয়ার আগে অনুমতি নেওয়ার দরকার ছিল, কেকে-বিতর্কে রূপঙ্করের পাশে দাঁড়ালেন না ইমন-রাঘব

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কেকে (KK) কে নিয়ে বিতর্কিত মন্তব‍্যের জন‍্য শুক্রবারই ক্ষমা চেয়ে নিয়েছেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। সাংবাদিক বৈঠকে বিবৃতি পাঠ করে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। কিন্তু বিতর্কিত ভিডিওতে রূপঙ্কর যাদের যাদের নাম নিয়েছিলেন, কেকের থেকেও ভাল গান বলে দাবি করেছিলেন সেই ইমন চক্রবর্তী (Iman Chakraborty), রাঘব চট্টোপাধ‍্যায় (Raghab Chatterjee), সোমলতা আচার্য চৌধুরীরা রীতিমতো ক্ষুব্ধ।

ইমন চক্রবর্তী আগেই সোশ‍্যাল মিডিয়া লাইভে নিজের অসন্তোষ প্রকাশ করেছিলেন। সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারেও তিনি বলেন, ব‍্যক্তিগত মতামত প্রকাশ করা নিয়ে তাঁর কিছুই বলার নেই। কিন্তু সেখানে যখন অন‍্য কোনো ব‍্যক্তির নাম নেওয়া হয় তখন তার অনুমতি নেওয়া জরুরি। রূপঙ্কর তাঁর সঙ্গে কোনো আলোচনাই করেননি। তাতেই ক্ষুব্ধ ইমন।


রাঘবের বক্তব‍্যও একই রকম। তিনিও বলেন, রূপঙ্করের উচিত ছিল তাঁদের কাছে আগে জানতে চাওয়া। উদাহরণ স্বরূপ তিনি বলেন, যদি তিনি দাবি করেন শ্রীকান্ত ভট্টাচার্য, নচিকেতা চক্রবর্তী, তিনি নিজেও রোনাল্ডোর থেকে ভাল ফুটবল খেলেন, তাহলে তাঁর বলা কথায় দায় অন‍্যরা কেন নিতে যাবেন?

সোমলতা স্পষ্টই বলেন, রূপঙ্কর বাগচী কেকে সম্পর্কে যে কথাটা বলেছেন তার সঙ্গে তিনি একেবারেই সহমত নন। ভারত খ‍্যাত শিল্পী তাঁর অনুপ্রেরণা। যাঁর গান শুনে তিনি বড় হয়ে হয়েছেন, তাঁর থেকেও বেশি ভাল গান করেন সেটা কখনোই বলতে পারবেন না।


এই  তিন জনের থেকে মনোময় ভট্টাচার্যের মতামত কিছুটা ভিন্ন। তিনি রূপঙ্করের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না। জানেনও না সেখানে গায়ক কী বলেছেন না বলেছেন। তবে তাঁর বক্তব‍্য, নিজের আবেগ থেকে বলেছেন রূপঙ্কর। সেজন‍্য তাঁদের অনুমতি নেওয়ার বা আলোচনা করার কোনো প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। তবে মনোময়ের মতে, কেকের যদি আকস্মিক মৃত‍্যু না হত, তাহলে বিতর্কটা এতদূর গড়াত না।

সম্পর্কিত খবর

X