দুধ থেকে মাছি তাড়ানোর মতো রাহানেকে ওয়ানডে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে।

ভারতীয় ওয়ানডে দল থেকে আজিঙ্কা রাহানেকে বাদ দেওয়া প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। আকাশ চোপড়ার মতে, যেভাবে দুধ থেকে মাছি তাড়ানো হয়, তেমন ভাবেই ভারতের ওয়ানডে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে আজিঙ্কা রাহানেকে।

রাহানে ভারতীয় দলের জার্সি গায়ে শেষবার ওয়ানডে ম্যাচ খেলেছেন 2018 সালের ফেব্রুয়ারি মাসে। তারপর থেকে আর ভারতীয় ওয়ানডে দলে সুযোগ হয়নি আজিঙ্কা রাহানের। রাহানে যখন ভারতীয় দলে খেলতেন তখন তিনি বিরাট কোহলির পর অর্থাৎ চার নম্বরে ব্যাটিং করতে আসতেন। চার নম্বরে ব্যাটিং করতে নেমে ভালো পারফরম্যান্সও করেছেন কিন্তু তা সত্ত্বেও তাকে বাদ দেওয়া হয়েছে ওয়ানডে দল থেকে। ভারতের হয়ে ওয়ানডে দলের চার নম্বরে নেমে 25 টি ম্যাচে রাহানে করেছেন 843 রান, গড় 36.65।

26575917281fa14701975377c581c37cdf4591d1bc232f272f44ea5116e9f6b53da12f94d

নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া বলেন ভারতীয় দলে চার নম্বরে নেমে ভালো পারফরম্যান্স করেছিলেন রাহানে। ওর মধ্যে যথেষ্ট ধারাবাহিকতাও ছিল। এছাড়া স্ট্রাইকরেটও ছিল 90 এর ওপরে। কিন্তু তার সত্ত্বেও কেন রাহানেকে ওয়ানডে দল থেকে ছেঁটে ফেলা হল সেটাই তিনি বুঝতে পারছেন না। আকাশ চোপড়ার মতে যেমন ভাবে দুধ থেকে মাছি তাড়ানো হয় তেমনভাবেই রাহানেকে ভারতের ওয়ানডে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। এটা রাহানের প্রতি সুবিচার করা হয়নি।


Udayan Biswas

সম্পর্কিত খবর