ম্যাচ জিতে অভিষেক হওয়া শুভমান এবং সিরাজের প্রসংসা করে বিরাট কথা বললেন অধিনায়ক রাহানে

বাংলা হান্ট ডেস্কঃ বিরাট কোহলির (Virat kohli) অনুপস্থিতে আজিঙ্কা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে বড় ব্যবধানে জয় তুলে নিল টিম ইন্ডিয়া। আর ভারতের এই জয়ে কোন একজন কিংবা দু’জন ক্রিকেটার নয় বরং গোটা দলকে কৃতিত্ব দিলেন ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার হারতে হয়েছিল ভারতীয় দলকে। আর তারপর অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছিলেন এই ভারতীয় দলের পক্ষে কামব্যাক করা কার্যত অসম্ভব। এই ভারতীয় দল আর অস্ট্রেলিয়ায় কোন ম্যাচ জিততে পারবে না। অর্থাৎ অনেকেই দাবি করেছিলেন অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হবে টিম ইন্ডিয়াকে। তবে রাহানে প্রমাণ করে দিলেন মাঠে নিজেদের প্রমাণ করতে পারলে কোনো কিছুই অসম্ভব নয়।

এইদিন জয়ের পর ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেছেন, “বিরাট কোহলির অনুপস্থিতিতে চ্যালেঞ্জ নেওয়াটাই আমাদের কাছে ছিল প্রধান লক্ষ্য। তবে বিরাটের মত একজন ব্যাটসম্যানের বদলে আমরা দলে কোন ব্যাটসম্যান খেলায় নি বরং দলে নিয়েছিলাম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। খেলা চলাকালীন হঠাতই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ভারতীয় পেসার উমেশ যাদব। এই ম্যাচে তিনি আর বল করতে পারেননি তবে দলে রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার থাকায় খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হয়নি। এছাড়াও এই ম্যাচে অভিষেক হওয়া শুভমান গিল এবং মহম্মদ সিরাজের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক আজিঙ্কা রাহানে। রাহানে বলেছেন, ” ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভালো পারফরম্যান্স করে চলেছেন শুভমান গিল। সুযোগ পেয়েই অভিষেক ম্যাচে সেটা ফের একবার প্রমাণ করে দিলেন তিনি। সিরাজ দেখিয়েছে একই ভাবে বল করে যেতে পারে ও। অভিষেক ম্যাচে এই শৃঙ্খলা বজায় রাখা খুবই কঠিন।”


Udayan Biswas

সম্পর্কিত খবর