বাংলা হান্ট ডেস্কঃ বিরাট কোহলির (Virat kohli) অনুপস্থিতে আজিঙ্কা রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে বড় ব্যবধানে জয় তুলে নিল টিম ইন্ডিয়া। আর ভারতের এই জয়ে কোন একজন কিংবা দু’জন ক্রিকেটার নয় বরং গোটা দলকে কৃতিত্ব দিলেন ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে।
Overcoming all the odds. Strong showing by the team at MCG. Thank you to all the fans for your support 🇮🇳 pic.twitter.com/XNxbH1pj0h
— Shubman Gill (@ShubmanGill) December 29, 2020
That victory feeling 🤗🤗#TeamIndia #AUSvIND pic.twitter.com/fbnpdFGAUq
— BCCI (@BCCI) December 29, 2020
Visiting bowlers with 5 wickets on Test debut in Australia in the last 50 years:
Phil DeFreitas (5-94 in match, 1986-87)
Alex Tudor (5-108, 1998-99)
Lasith Malinga (6-92, 2004)
Mohammad Siraj (currently 5-76). https://t.co/cmSnTf2eoY#AUSvIND https://t.co/o1zbzFFN3f— Andy Zaltzman (@ZaltzCricket) December 29, 2020
অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হার হারতে হয়েছিল ভারতীয় দলকে। আর তারপর অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেছিলেন এই ভারতীয় দলের পক্ষে কামব্যাক করা কার্যত অসম্ভব। এই ভারতীয় দল আর অস্ট্রেলিয়ায় কোন ম্যাচ জিততে পারবে না। অর্থাৎ অনেকেই দাবি করেছিলেন অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হবে টিম ইন্ডিয়াকে। তবে রাহানে প্রমাণ করে দিলেন মাঠে নিজেদের প্রমাণ করতে পারলে কোনো কিছুই অসম্ভব নয়।
Special team, special win 🇮🇳 pic.twitter.com/0SpJ6psra6
— Ajinkya Rahane (@ajinkyarahane88) December 29, 2020
https://t.co/eQNZo0Ou2G! 👏👏#TeamIndia bounce back in style to beat Australia by 8⃣ wickets to level the four-match series. 👍👍 #AUSvIND
Scorecard 👉 https://t.co/lyjpjyeMX5 pic.twitter.com/FgepGB00uE
— BCCI (@BCCI) December 29, 2020
এইদিন জয়ের পর ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেছেন, “বিরাট কোহলির অনুপস্থিতিতে চ্যালেঞ্জ নেওয়াটাই আমাদের কাছে ছিল প্রধান লক্ষ্য। তবে বিরাটের মত একজন ব্যাটসম্যানের বদলে আমরা দলে কোন ব্যাটসম্যান খেলায় নি বরং দলে নিয়েছিলাম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। খেলা চলাকালীন হঠাতই চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ভারতীয় পেসার উমেশ যাদব। এই ম্যাচে তিনি আর বল করতে পারেননি তবে দলে রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার থাকায় খুব একটা অসুবিধার মধ্যে পড়তে হয়নি। এছাড়াও এই ম্যাচে অভিষেক হওয়া শুভমান গিল এবং মহম্মদ সিরাজের প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক আজিঙ্কা রাহানে। রাহানে বলেছেন, ” ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে ভালো পারফরম্যান্স করে চলেছেন শুভমান গিল। সুযোগ পেয়েই অভিষেক ম্যাচে সেটা ফের একবার প্রমাণ করে দিলেন তিনি। সিরাজ দেখিয়েছে একই ভাবে বল করে যেতে পারে ও। অভিষেক ম্যাচে এই শৃঙ্খলা বজায় রাখা খুবই কঠিন।”