রাহানে জানিয়ে দিলেন বর্তমান ক্রিকেটে কোন বোলারের বিরুদ্ধে ব্যাটিং করা সবচেয়ে কঠিন।

ভারতীয় টেস্ট ক্রিকেট দলের সহ- অধিনায়ক আজিঙ্কা রাহানেকে প্রশ্ন করা হয়েছিল যে বর্তমান ক্রিকেটে কোন বোলারকে খেলা সবথেকে চ্যালেঞ্জে? এই প্রশ্নের জবাবে আজিঙ্কা রাহানে জানিয়েছেন যে ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসনকে খেলা বর্তমান ক্রিকেটে সবথেকে কঠিন।

ইনস্টাগ্রাম লাইভ চ্যাটিংয়ে এসে ভারতীয় টেস্ট দলের সহ- অধিনায়ক আজিঙ্কা রাহানে জানিয়েছেন যে, ইংল্যান্ডের কন্ডিশনে জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে ব্যাটিং করা হচ্ছে অন্যতম চ্যালেঞ্জ এর কাজ। ওখানকার কন্ডিশন খুব ভালোভাবেই জানেন আন্ডারসন, আর সেই কারণে তিনি নিজের সুবিধা মতো বোলিং করার সুযোগ পেয়ে যান। আমার মনে হয় যে কোন ব্যাটসম্যানের পক্ষে অ্যান্ডারসনকে সামলানো কঠিন কাজ। টেস্ট ক্রিকেটে রাহানের চার হাজারেরও বেশি রান রয়েছে, এছাড়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে সেঞ্চুরি করেছেন রাহানে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও সেঞ্চুরি রয়েছে রাহানের।

212814580b2f1cc250fbb832b8a71b029f1e80f4e766e53292ec25b43576d1aa0ca15c13e

সারা বিশ্ব যখন লকডাউন অবস্থায় দিন কাটাচ্ছে, তখন কেমন করে সময় কাটছে রাহানের? এই প্রশ্নের জবাবে রাহানে জানিয়েছেন যে ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত সদস্য হওয়ার জন্য বছরের বেশিরভাগ সময় আমাকে পরিবার ছেড়ে থাকতে হয়। তবে এই লকডাউনের সময়টা একদিকে যেমন কিছুটা হলেও কষ্টের মধ্যে কাটাতে হচ্ছে তবে একজন ক্রিকেটার হিসাবে এই পরিস্থিতিতে নিজেকে মানসিকভাবে সুস্থ রাখাটা খুবই দরকার। সেই কারণে আমি পরিবার এবং মেয়ের সাথে সময় কাটিয়ে নিজেকে মানসিকভাবে সুস্থ রাখছি।

Udayan Biswas

সম্পর্কিত খবর