বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর অজিঙ্কা রাহানে যখন প্রথম ব্যাট করতে মাঠে নামেন, তখন তাঁর মুখে চাপা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছিল। যখন তাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছিল, তখন অনেকেই অসন্তুস্ট হয়েছিলেন কারণ শ্রেয়স আইয়ার গত সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এবং তার জায়গা নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন।
অজিঙ্কা রাহানে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে একটি বড় ইনিংস খেলার জন্য প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন। কারণ তিনি যদি টিম ম্যানেজমেন্টকে প্রভাবিত করতে ব্যর্থ হন তবে পরবর্তী ম্যাচে তিনি নিশ্চিতভাবেই প্রথম একাদশের বাইরে থাকবেন।সেঞ্চুরিয়ান টেস্টের প্রথম দিনে যখন অজিঙ্কা রাহানে যখন ৫ নম্বরে ব্যাট করতে নামেন, তখন ভারতীয় সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ছিল। কারণ দুর্দান্ত শুরু করা ভারত খুব অল্প সময়ের ব্যবধানে তিন উইকেট হারিয়েছিল।
সেখান থেকে লোকেশ রাহুলের সাথে মিলে একটি সংযত ৮১ বলে ৪০ রানের ইনিংস খেলে প্রথম দিনে অপরাজিত থাকেন রাহানে। বক্সিং ডে টেস্টের প্রথম দিনের একটি ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে, যেখানে অজিঙ্কা রাহানেকে বলের দিকে ফোকাস করতে দেখা যাচ্ছে। সে বার বার বিড়বিড় করে নিজেকেই বলছিলেন, ‘বল দেখ’। অর্থাৎ নিজের সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন রাহানে.
Rahane reminding himself to watch the ball as the bowler runs up makes me realise how cruel cricket can be for such experienced guy pic.twitter.com/3HKhVgMMFc
— Nikhil Dubey (@nikhildubey96) December 26, 2021
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে শ্রেয়াস আইয়ার ও হনুমা বিহারির মতো অপশন থাকা সত্ত্বেও অজিঙ্কা রাহানের অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে, কোচ রাহুল দ্রাবিড় তাকে আরেকটি সুযোগ দিতে চেয়েছিলেন। আপাতত প্রাথমিকভাগে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে তাকে।