বাংলা হান্ট নিউজ ডেস্ক: ১লা মার্চ থেকে আরম্ভ হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্টটি। ইতিমধ্যে সিরিজের প্রথম দুটি টেস্টে দাপট দেখিয়ে জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। নাগপুর টেস্টে (Nagpur Test) ইনিংস ও ১৩২ রানের ব্যবধানে জিতেছিল রোহিত শর্মারা (Rohit Sharma)। দিল্লিতে অস্ট্রেলিয়া কিছুটা লড়াই করলেও তাদের হারতে হয় ৬ উইকেটে। ভারতীয় দল যে বর্ডার-গাভাস্কার ট্রফি (Border-Gavaskar Trophy) খোয়াচ্ছে না সেটা নিশ্চিত হয়ে গিয়েছে। ইন্দোরে টেস্ট জিতলেই ভারতের এই সিরিজ জয়ও নিশ্চিত হয়ে যাবে।
ইন্দোর টেস্ট জয় হয়ে গেলে ভারতীয় দল আরেকটি ব্যাপারে নিশ্চিত হয়ে যাবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার জন্য ভারতের অস্ট্রেলিয়াকে এই সিরিজের বড় ব্যবধানে হারাতে হতো। ইন্দোর টেস্ট জিতলেই সেই বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে সিরিজের চতুর্থ টেস্ট অর্থাৎ আহমেদাবাদ টেস্টটিকে ভারতীয় দল এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি হিসেবে দেখতে পারে।
কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হবে সম্পূর্ণ অন্য পরিস্থিতিতে। সেখানে একবার খুব বেশি হলে দুই স্পিনার নিয়ে মাঠে নামবে ভারতীয় দল। সেক্ষেত্রে প্রয়োজন একজন অতিরিক্ত পেসারকে ওই আহমেদাবাদ টেস্ট খেলিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য প্রস্তুত রাখা। এক্ষেত্রে ভারতের কাজে লাগতে পারে শার্দূল ঠাকুরকে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করার ক্ষমতা রাখেন তিনি।
তাই ইংল্যান্ডে বিশ্বস্ট্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আগে তাকে ম্যাচ প্রস্তুতি দেওয়া উচিত কিনা এই নিয়ে প্রশ্ন উঠেছিল রোহিত শর্মার সামনে। তৃতীয় টেস্টের আগে রোহিত শর্মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রশ্ন শুনে উত্তর দেন যে তার অবশ্যই ইচ্ছা রয়েছে যদি ভারতীয় দল ইন্দোর টেস্ট জিতে যায় তাহলে আহমেদাবাদ টেস্টটিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতি হিসেবে দেখার।
শার্দূল ঠাকুর প্রসঙ্গে তিনি বলেন, “হ্যাঁ, অবশ্যই ও আমাদের পরিকল্পনার অংশ। ওকে দলে জায়গা দিতে আমরা আগ্রহী।” এরপর মুখে হাসি নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, “কিন্তু একটা ব্যাপার আমাদেরও ভেবে দেখতে হবে। ওর সবে বিয়ে হয়েছে। তবে আপনাদের কথা দিচ্ছি যদি আমরা তৃতীয় টেস্ট ম্যাচটি জিতে যাই, তাহলে আহমেদাবাদ টেস্টে আপনারা নতুন কিছু দেখতে পাবেন।”
সোমবার অর্থাৎ ২৭ শে ফেব্রুয়ারি চার হাত এক হয়েছে শার্দূল ঠাকুর এবং তার প্রেমিকা মিত্তালি পারুলকরের। শার্দূলের বিবাহে উপস্থিত থেকে তাকে চমকে দিয়ে গানের তালে কোমর দোলাতেও দেখা গেছে রোহিত শর্মা এবং শ্রেয়স আইয়ারকে।