রয়ের অনুপস্থিতিতে ঝড় তুললেন গুরবাজ! ‘লিটন চাই না, আফগান ওপেনারই খেলুক’ দাবি KKR ভক্তদের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ আইপিএলের মঞ্চে ফের একবার মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স। ইডেন গার্ডেন্সে বৃষ্টির জন্য ম্যাচ আরম্ভ হতে কিছুটা দেরি হয়েছে। কিন্তু তার মধ্যে একটা খারাপ খবর পেয়েছিলেন কেকেআর ভক্তরা। এই মরশুমে ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ছন্দে থাকায় জেসন রয় একটি চোটের কারণে আজ একাদশে নেই। এই খবর শুনে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছিলেন কেকেআর সমর্থকরা।

আজ তার জায়গায় ওপেনিং করতে নেমেছিলেন আফগান ওপেনার ও উইকেটরক্ষক রাহমানুল্লাহ গুরবাজ। মরশুমের প্রথম দিকে তাকে নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছিল। কিন্তু মাঝে কিছু ম্যাচে বাজে খেলায় তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। লিটন দাস এই মুহূর্তে দলের সাথে নেই, বাংলাদেশে ফিরে গিয়েছেন। তাই ঘুরবা আজকে সুযোগ দেওয়া ছাড়া উপায় ছিল না নাইট ম্যানেজমেন্টের কাছে।

আর সেই সুযোগটির দুই হাতে লুফে নিলেন আফগান ওপেনার। নিজের চির পরিচিত আগ্রাসী ভঙ্গিতে গুজরাটের বোলারদের ওপর মারাত্মক আক্রমণ করেন তিনি। মাত্র ২৭ বলে সম্পূর্ণ করেন নিজের অর্ধশতরান। উল্টো দিক থেকে একের পর এক উইকেট পড়তে থাকলেও নিজের মেজাজ কখনোই বদলাননি তিনি।

শেষপর্যন্ত তাকে আউট করতে সক্ষম হয়েছেন গুজরাটের অপর ২ আফগান তারকা। আফগান চায়নাম্যান স্পিনার নূর আহমেদের বলে অসাধারণ ক্যাচ নিয়ে তাকে ড্রেসিংরুমে ফেরাতে সাহায্য করেছেন আফগান তারকা রশিদ খান। তার আগে অবশ্য রশিদকে বেশ কয়েকবার গ্যালারিতে পাঠিয়েছেন গুরবাজ। আউট হওয়ার আগে ৩৯ বলে ৫টি চার ও ৭টি ছক্কা সহ ৮১ রান করে গিয়েছেন গুরবাজ। দিনটা রশিদের একেবারেই ভালো যায়নি কিন্তু অসাধারণ বোলিং করেছেন নূর আহমেদ। নিজের চার ওভারে মাত্র ২১ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন তিনি।

আজ তার ব্যাটিং দেখে অনেকেই দাবি করছেন যে পরের ম্যাচ থেকে রয় সুস্থ হয়ে উঠলে তাকে এবং গুরবাজকে একসাথে ওপেন করানোর কথা।শেষদিকে জন্মদিনে ব্যাট করতে নামা রাসেল (৩৪) এবং ডেভিড উইসে (৮*) কিছুটা আগ্রাসী ব্যাটিং করে কেকেআরকে পৌঁছে দেয় ১৭৯-এর স্কোর অবধি। নূর ছাড়াও ভালো বোলিং করে ২ উইকেট নিয়েছেন আইরিশ ক্রিকেটার জশুয়া লিটল।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর