বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ওডিআই সিরিজের প্রথম একদিনের ম্যাচে আয়োজক দল ভারতকে ৩১ রানে হারিয়ে সিরিজে ১-০ ফলে এগিয়ে যায়। লোকেশ রাহুলের দল শুরুটা ভালো করলেও বেশ কিছু ভুলের জন্য ম্যাচটি তাদের হাত থেকে সম্পূর্ণ বেরিয়ে যায়।
অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলের এটাই প্রথম একদিনের ম্যাচ ছিল না। এর আগেও তিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু বিরাটপর্বের সমাপ্তির পর ভারতকে জয় দিয়ে শুরু করাতে ব্যর্থ হলেন তিনি। তিনি নিজেও ব্যাট হাতে হতাশ করেছেন। ১৭ বল খেলে মাত্র ১২ রান করে তিনি কট বিহাইন্ড হন।
ম্যাচের পর রাহুল নিজেও স্বীকার করে নিয়েছেন যে ম্যাচের প্রথম কয়েক ওভারে উইকেট নেওয়া সত্ত্বেও ভারতীয় দল পরবর্তীতে বোলিংয়ে আধিপত্য বজায় রাখতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘আমাদের এখনও অনেক উন্নতি করার আছে। আমরা খুব ভালো শুরু করেছিলাম, কিন্তু মাঝের ওভারগুলিতে উইকেট নিতে পারিনি।
দলের ব্যাটিং প্রসঙ্গে রাহুল বলেন, ‘আমি কুড়ি ওভারের পরে ব্যাট হাতে মাঠে ছিলাম না। তাই পিচ কীভাবে পরিবর্তিত হয়েছে তা বলতে পারছি না, তবে বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান বলেছেন যে এটি ব্যাট করার জন্য একটি আদর্শ উইকেট। আপনি যখন এখানে সেট হয়ে যাবেন তখন ভালো ব্যাট হাতে কাজ করতে পারবেন। দুর্ভাগ্যবশত, আমরা মাঝখানে ভালো পার্টনারশিপ করতে পারিনি।”