বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপের পরেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি, একদিকে যেমন দলের নতুন অধিনায়ক হয়েছেন রোহিত তেমনি নতুন কোচ হিসেবে দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রাহুল দ্রাবিড়। নিউজিল্যান্ড সিরিজের প্রথমবার পরীক্ষায় বসবেন রোহিত দ্রাবিড় জুটি। 17 নভেম্বর থেকে শুরু হচ্ছে এই হাড্ডাহাড্ডি লড়াই তার আগে আজ প্রথমবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন ভারতীয় দলের নতুন কোচ এবং নতুন অধিনায়ক।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রথমেই রাহুল জানান, দলের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল কাজের চাপ সামলানো। তিনি বলেন, “টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কাজের চাপ সামলানো। এটা আজ ক্রিকেটের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। খেলোয়াড়দের শারীরিক ও মানসিকভাবেও ফিট থাকতে হবে। প্লেয়ার মেশিন নয়। তাকে ভারসাম্য বজায় রাখতে হবে যাতে সে প্রতিটি টুর্নামেন্টের জন্য নিজেকে ফিট রাখতে পারে। দুই ফরম্যাটের জন্য আমাদের দুটি দল থাকতে পারে না। খেলোয়াড়দের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হবে।” একইসঙ্গে ছোটদের দলের কোচিং এবং বড়দের দলের কোচিংয়ের চ্যালেঞ্জ যে সম্পূর্ণ আলাদা তাও স্বীকার করে নিয়েছেন তিনি।
অন্যদিকে প্রেস কনফারেন্সে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, “দলের জন্য যা যা করা দরকার আমরা তাই করব। আমরা খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলার স্বাধীনতা দেব। কেন উইলিয়ামসন দলে না থাকলেও বাকি ১০ খেলোয়াড়ও দুর্দান্ত।” একইসঙ্গে এই নতুন দলে বিরাট কোহলির কি ভূমিকা হতে চলেছে তাই নিয়েও আলোচনা করেন তিনি। তিনি পরিষ্কার জানান একজন ব্যাটসম্যান হিসেবে বিরাটের ভূমিকা আগেও যা ছিল এখনও তাই থাকবে। বিরাট দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেও উল্লেখ করেন রোহিত।
🗣️🗣️ "It's important to focus on everyone and not just on one individual."#TeamIndia T20I captain @ImRo45 on whether the focus would only be on certain players during the #INDvNZ series. pic.twitter.com/7YUFQz5TAu
— BCCI (@BCCI) November 16, 2021
আগামীকাল অর্থাৎ 17 নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। একথা ঠিক যে টি-টোয়েন্টিতে এবার বিপক্ষ দলের থাকছেন না কেন উইলিয়ামসন। তবে একইভাবে ভারতীয় দলেও থাকবেন না রান মেশিন বিরাট কোহলি। তাই লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে এ নিয়ে কোন সন্দেহ নেই। বিশেষত সমস্ত শক্তি দিয়ে লড়াই করার পরেও বিশ্বকাপে হারতে হয়েছে কোহলি বাহিনীকে। তাই এই মুহূর্তে আত্মবিশ্বাসের দিক থেকে দেখতে হলে অনেকটাই পাল্লা ভারি হবে নিউজিল্যান্ড দলের।