ম্যাচ চলাকালীন বড় ভুল অধিনায়ক লোকেশ রাহুলের! প্রকাশ্যে চাইতে হয় ক্ষমা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বর্তমানে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারতীয় দল। এই ম্যাচে দু একজন বাদে ভারতীয় ব্যাটিং লাইন আপ প্রথম ইনিংসে অত্যন্ত বাজে ব্যাটিং করেছে। যার ফলে মাত্র ২০২ রানে অলআউট হয়ে যায় গোটা ভারতীয় দল। তবে প্রথম ইনিংসে অত্যন্ত ধৈর্য্যর সাথে ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করেন ভারতীয় দলের অধিনায়ক লোকেশ রাহুল। কিন্তু এই ম্যাচে রাহুলও এমন ভুল করেছিলেন, যার জন্য পরে তাকে ক্ষমা চাইতে হয়েছিল।

প্রথম দিনে যখন ভারতীয় দল লাঞ্চের আগে ব্যাট করছিল, তখন প্রথম ইনিংসের পঞ্চম ওভারটি বোলিং করছিলেন কাগিসো রাবাদা। ওভারের তৃতীয় বলে, রাবাদা দৌড়ে বোলিং অ্যাকশনে এসে বল ছাড়ার ঠিক আগেই রাহুল পিছিয়ে যান। মনে হচ্ছিল রাহুল এই বল খেলার জন্য প্রস্তুত নয়। তবে রাবাদাকে অনেক দেরিতে সেই বিষয়টি জানান রাহুল। এরপর তাকে ক্ষমাও চাইতে হয়।

   

রাহুল রাবাদাকে সেই বলটি করেননি ঠিকই। কিন্তু তার জন্য এরপরে রাহুলও ক্ষমা চেয়েছেন। কিন্তু আম্পায়ার তাকে পাবলিক ওয়ার্নিং দেন। সতর্কবার্তা দেওয়ার সময় স্টাম্পের মাইকে আম্পায়ারের কণ্ঠও বন্দি হয়ে যায়। আম্পায়ার লোকেশ রাহুলকে বললেন, “এরপর থেকে চেষ্টা করে দেখুন এটা না করার এবং পরের বার একটু তাড়াতাড়ি সরে যাবেন।” এর পর রাহুলও ক্ষমা চেয়ে নেন।

প্রথম দিনের শেষে কাল এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকার নামে। প্রথম দিনে, ভারতীয় দলের ২০২ রানের জবাবে আফ্রিকান দল এক উইকেট হারিয়ে ৩৫ রান করে। এইডেন মার্করামের উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ শামি। এই প্রতিবেদন লেখার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেট হারিয়ে ১০০। ডিন এলগার-কে ২৮ রানে ফিরিয়ে দিয়েছেন শার্দূল ঠাকুর।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর