শেষ হয়ে যেত কেরিয়ার, সুশান্তের মতো পরিণতি হত! রাজ চক্রবর্তীর আসল রূপ ফাঁস করে দিলেন রাহুল

বাংলাহান্ট ডেস্ক: রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) হাত ধরেই বড়পর্দায় অভিষেক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। রাজ পরিচালিত ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির হাত ধরে রূপোলি পর্দায় সফর শুরু হয় অভিনেতার। কিন্তু ছবি মুক্তির পরেই বদলে যায় পরিচালক-অভিনেতার ব্যক্তিগত সমীকরণ। তারপর থেকে আর কখনোই রাজের ছবিতে দেখা যায়নি রাহুলকে। সম্প্রতি পরিচালকের আসন্ন ছবি নিয়ে আবারো বিষ্ফোরণ ঘটালেন তিনি।

আসছে রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’। প্রথম ছবিটি হিট হওয়ার পর সিক্যুয়েল নিয়েও আগ্রহ বাড়ছে দর্শকদের। কিন্তু ছবির ঘোষণা করতে না করতেই শুরু হয়ে গিয়েছে সমালোচনাও। ছবিতে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর লুক নিয়ে নাম না করে কটাক্ষ শানিয়েছেন রাহুল।

Rahul arunoday banerjee slammed Raj Chakraborty

লিখেছিলেন, ‘যে একদা কপি করিত আজও কপি করে, শুধু তামিল ছেড়ে স্যাক্রেড গেমস এর পঙ্কজ ত্রিপাঠীর লুক কপি করে, এটাই যা’। ওই পোস্টে কারোর নাম না নিলেও নেটিজেনরা দুয়ে দুয়ে চার করেই নিয়েছিলেন। তবে রাহুল যে রেখেঢেকে বলার মানুষ নন সেটা তিনি স্পষ্ট করে দিলেন সাম্প্রতিক সাক্ষাৎকারে।

পোস্টটা যে রাজের উদ্দেশেই করা সেটা স্পষ্ট করে রাহুল বলেন, একটা এত বড় প্রোজেক্ট হচ্ছে। সেখানে এত বড় বাজেট, এতজন গুণী অভিনেতা অভিনেত্রী, অথচ একটা চরিত্রের পেছনে নূন্যতম ভাবনাটুকুও দেখা যাচ্ছে না। এদিকে বাংলা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছে। তবে রাহুল বলেন, ঋত্বিক চক্রবর্তী বড় মাপের অভিনেতা। তিনি যেকোনো চরিত্রেই নিজস্ব ছাপ রাখেন। কিন্তু তাঁর লুকে এত মিল কেন?

রাহুল রাজের মধ্যে যে বিশেষ বনিবনা নেই তা অনেকেই জানেন। কেরিয়ারের শুরুতেই পরিচালকের দিক থেকে অনভিপ্রেত ধাক্কা খেয়েছিলেন অভিনেতা, যা আজও ভুলতে পারেননি তিনি। ‘চিরদিনই তুমি যে আমার’ মুক্তির পরের বছরই এক সাক্ষাৎকারে রাহুল সম্পর্কে যা নয় তাই বলেছিলেন রাজ। রাহুলের মতো ‘বাজে ছেলে’কে সুযোগ দিয়ে নাকি তিনি লজ্জিত, এমনটাই বক্তব্য ছিল পরিচালকের।

অভিনেতার বাবা তখনো জীবিত ছিলেন। রাজের ওই সাক্ষাৎকার, মন্তব্য তাঁর পরিবারে ঝড় বইয়ে দিয়েছিল। রাহুল বলেন, তিনি তখন সবেমাত্র কেরিয়ার শুরু করেছেন। সে সময়ে প্রিয়াঙ্কা, তাঁর বাবা, মা যদি তাঁর পাশে না থাকত তাহলে হয়তো টলিউডও সুশান্ত সিং রাজপুতের মতো একটা ঘটনার সাক্ষী থাকত।

না, এ বিষয়ে রাজ চক্রবর্তীর সঙ্গে কখনোই ব্যক্তিগত ভাবে কথা বলেননি রাহুল। পরিচালকের সঙ্গে আর কোনো ছবিতে তিনি কাজ না করারও সিদ্ধান্ত নিয়েছেন। ইন্ডাস্ট্রিতে স্পষ্টবক্তা বলেই তাঁর পরিচয়। তাই প্রথম সারির একজন পরিচালকের বিরুদ্ধে মুখ খুলতেও দুবার ভাবেন না রাহুল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর