বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্ণ করে ফেলেছেন দেব (Dev)। এখন প্রযোজক হিসাবেও উজ্জ্বল কেরিয়ার তৈরি করেছেন। পরপর সব ছবিই হিট তাঁর প্রযোজনায়। তবুও যে ট্রোল সঙ্গে নিয়ে পা রেখেছিলেন টলিউডে, সেই ট্রোলের হাত থেকে আর রেহাই মিলল না দেবের। সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর চরিত্রে দেব অভিনয় করবেন শুনেই ব্যঙ্গাত্মক তীর ছুঁড়লেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)।
অভিনয় জীবনের ১৭ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ ঘোষনা করেছিলেন দেব। লিখেছিলেন, ‘ইন্ডাস্ট্রিতে ১৭ বছর পূর্তি উপলক্ষে অভিনেতা হিসাবে আমার আগামী ছবির কথা ঘোষনা করছি, ব্যোমকেশ দূর্গ রহস্য।’ সঙ্গে তিনি আরো লিখেছিলেন, ছবির প্রযোজনার দায়িত্বে থাকছে দেব এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং শ্যাডো ফিল্মস। ছবির বাকি কাস্ট, পরিচালকের নাম সব পরে জানানো হবে।
দেবের টুইটের পরেই সম্প্রতি ফেসবুকে তীব্র কটাক্ষ শানিয়েছেন রাহুল। লিখেছেন, ‘খুশবন্ত সিংয়ের জোক: দুজন পঞ্জাবি দাবা খেলছে। আর বাঙালির জোক: দেব ব্যোমকেশ।’ অনেকেই কমেন্ট করেছেন পোস্টে। কারোর বক্তব্য, কাকের ময়ূর সাজার শখ হয়েছে। কেউ লিখেছেন, মানুষের টাকায় কিছু তো করতে হবে।
অন্যদিকে প্রযোজক রানা সরকারও একটি লম্বা চওড়া বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাও দেবের ব্যোমকেশ চরিত্রে অভিনয় সম্পর্কিত। যারা বিষয়টাকে নিয়ে নাক সিঁটকাচ্ছেন তাদের কার্যত তুলোধনা করেছেন তিনি। সরাসরি রাহুলের নাম না নিয়েই ‘আঁতেল বাঙালি’ বলে কটাক্ষ করেছেন রানা সরকার।
তিনি লিখেছেন, ‘আবার গেল গেল রব উঠেছে, কারণ দেব অভিনয় করছে ব্যোমকেশ চরিত্রে। কি করে মেনে নেওয়া যায় ? শরদিন্দু বাবুর মহান সৃষ্টিকে যারা আপন মনের মাধুরী মিশায়ে রবার্ট ডি নিরো আল পাচিনো লেভেলে পৌঁছে নিয়ে গেছেন তাদের মনেই থাকেনা ইতিমধ্যেই সত্যজিৎ রায় ও ঋতুপর্ণ ঘোষ অত্যন্ত খাঁজা মানের দুটি ব্যোমকেশ বানিয়ে ফেলেছেন।
চিড়িয়াখানায় মানিক বাবু তাও উত্তমকুমারের ক্যারিশমাটিক স্ক্রিন প্রেজেন্সকে ব্যবহার করে কিছুটা স্বস্তি দিয়েছেন দর্শককে, কিন্তু ঋতুপর্ণ ঘোষ যখন সত্যান্বেষী বানালেন সুজয় ঘোষকে ব্যোমকেশ করে তখন এইসব আঁতেল বাঙালি টু শব্দটি করার সাহস দেখাননি। ওই দুটি ব্যোমকেশ গোত্রীয় সিনেমা যে আদপেই কোনো শিল্প নয় এটা বলার সৎসাহস দেখানোর মতো ধক কারো ছিল না।’
রানার স্পষ্ট কথা, ‘দেব আপ্রাণ পরিশ্রম করে ব্যোমকেশ চরিত্র রূপায়িত করার চেষ্টা করবে, দুর্গ রহস্য সর্বকালের সর্বোচ্চ বক্স অফিস গ্রসার হবে, এবং দেবকে ব্যোমকেশ হিসেবে সুজয় ঘোষ, উত্তমকুমার এবং গরিবের আল পাচিনো ওটিটি সুপারস্টারের থেকে অনেক বেশি ভালো লাগবে বড় পর্দায়।’