বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী হামেশাই নির্বাচনী প্রচারে এমন এমন কথা বলেন, যেটাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু হয়ে যায়। জনতা ওনার বয়ান নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজাদার মিম বানিয়ে পোস্ট করেন। কিছুদিন আগে রাহুল গান্ধী ছুটি কাটাতে ব্যাংকক গেছিলেন, ওনার এই সফর নিয়ে সবাই বলাবলি শুরু করেছে যে, রাহুল গান্ধী ব্যাংক থেকে ছুটি কাটিয়ে নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছে, এবার বিজেপিকে কেউ রুখতে পারবেনা।
মহারাষ্ট্রে আগামী ২১ অক্টোবর নির্বাচন হবে, ২৪ অক্টোবর গণনা হবে, আর সেদিনই নির্বাচনের ফলাফল প্রকাশ পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমেত বিজেপির দিগগজ নেতারা মহারাষ্ট্রে নির্বাচনী প্রচারে লেগে পড়েছেন। আরেকদিকে রাহুল গান্ধী এবং কংগ্রেসের সমস্ত নেতারাও মহারাষ্ট্রে ক্ষমতা ফিরে পাওয়া জন্য কোমর বেঁধে নেমেছেন। আর এরই মধ্যে মহারাষ্ট্রে নির্বাচনে গিয়ে ফের মনোরঞ্জনে ভরপুর ভাষণ দেওয়া শুরু করেছেন রাহুল গান্ধী।
७० साल में कुछ नहीं हुआ ! #PunhaAnuyaAapleSarkar #पुन्हा_आणूया_आपले_सरकार pic.twitter.com/LtiZ4vDcjm
— Devendra Fadnavis (@Dev_Fadnavis) October 14, 2019
প্রথমে রাহুল গান্ধী ভারতের স্পেস প্রোগ্রামকে গুরুত্ব দিতে অস্বীকার করেন। এরপর উনি মোদী সরকারের উপর অভিযোগ এনে বলেন, সরকার প্রধান সমস্যা থেকে নজর ঘোরানর জন্য সবাইকে চাঁদ দেখাচ্ছে। ওনার এই বক্তব্য চন্দ্রযান-২ এ অভিযান নিয়ে ছিল। যেখানে দেশ এবং বিদেশে ভারতের এই অভিযানকে সন্মান জানিয়ে ইসরোকে শুভেচ্ছা জানায়। সেখানে উনি এই অভিযানকে গুরুত্ব দিতেই নারাজ।
এরপর উনি নির্বাচনী প্রচারে বলেন, ‘জনতা অনেক দেখে নিয়েছে বিগত ৭০ বছরে দেশের কিছুই হয়নি।” ওনার এই বক্তব্যে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে এই ৭০ বছরের মধ্যে কংগ্রেসের ৫০ বছরের বেশি শাসনকালের নিন্দা করে বসেন। ওনার এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ ফড়নবীশ। রাহুল গান্ধী বলেন, বিগত ৭০ বছরে দেশের সব সিস্টেম নষ্ট করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন এটাই কংগ্রেস যখন দেশের হাত এতটাই খারাপ করেছে, তাহলে উনি কংগ্রেসের হয়ে ভোট চাইছেন কেন?