বাবা চলে যাওয়ার পর ডুবে গিয়েছিলেন গাঁজার নেশায়, ‘দেশের মাটি’ দিয়ে ফের জনপ্রিয়তার শীর্ষে রাহুল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরিচালক রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির মাধ‍্যমে এক নতুন নায়ককে পেয়েছিল টলিউড, রাহুল ব‍্যানার্জি (rahul banerjee)। প্রথম ছবিতেই দুরন্ত অভিনয়ের জোরে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন তিনি। তারপর থেকে বেশ কিছু ছবিতেই অভিনয় করেছেন রাহুল কিন্তু নায়কের ভূমিকায় আর তাঁকে দেখা যায়নি তেমন ভাবে।

বড়পর্দায় কাজ করতে করতে আচমকাই একদিন সিরিয়ালে অভিনয় শুরু করেন রাহুল। ‘তুমি আসবে বলে’ সিরিয়ালে অভিনয় করেও তুমুল খ‍্যাতি পেয়েছিলেন তিনি। এরপর আবার দীর্ঘদিনের বিরতি দিয়ে ‘দেশের মাটি’ সিরিয়ালের হাত ধ‍রে ফের ছোটপর্দায় ফিরেছেন রাহুল।


কিন্তু যিনি ডেবিউ ছবিতেই নায়ক হিসাবে জনপ্রিয়তা পেয়েছিলেন পরবর্তীতে তিনি হারিয়ে গেলেন কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহুল জানিয়েছেন দোষটা তাঁরই। বাবা চলে যাওয়ার পর গাঁজার নেশায় ডুবে গিয়েছিলেন তিনি। মূল‍্যবান সময় নষ্ট করেছিলেন।

একই সঙ্গে রাহুলের বক্তব‍্য, সফল হলে চুমকি বসানো জামা পরা লোকজনদের সঙ্গে ঘনিষ্ঠতা করতে হয়। সেটা তিনি পারতেন না। এখন দেশের মাটিতে রাজা চরিত্রের জন‍্য দর্শকদের প্রভূত ভালবাসা পাচ্ছেন রাহুল। নায়ক নায়িকা না হয়েও রাজা মাম্পির জনপ্রিয়তা অন‍্য উচ্চতায় পৌঁছেছে।

এর জন‍্য লেখিকা লীনা গঙ্গোপাধ‍্যায় ও সহ অভিনেত্রী রুক্মা রায়কে কৃতিত্ব দেন রাহুল। রুক্মার অনবদ‍্য অভিনয়ের জন‍্যই তাঁদের অনস্ক্রিন রসায়ন এত সুন্দর। এর জন‍্য অনেকেই ভাবেন রুক্মার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু তা হেসে উড়িয়ে দিয়েছেন রাহুল। রুক্মাকে তিনি খুব স্নেহ করেন বলেই জানিয়েছেন অভিনেতা।


২০১০ সালে নিজের প্রথম ছবির নায়িকা প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। কিন্তু খুব বেশিদিন টেকেনি সেই বিয়ে। এখনো পর্যন্ত বিবাহ বিচ্ছেদও হয়ে ওঠেনি রাহুল প্রিয়াঙ্কার। করোনার জন‍্যই তা আটকে রয়েছে বলে জানান অভিনেতা।

X