কে কার গার্লফ্রেন্ড তা নিয়ে হাসাহাসি না করে চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ানো উচিত, বক্তব‍্য রাহুলের

বাংলাহান্ট ডেস্ক: এসএসসি দুর্নীতি (SSC Scam) ইস‍্যুতে দু থকম অবস্থান দেখা যাচ্ছে সমাজের। একদল প্রথম থেকেই সোচ্চার হয়েছে প্রতিবাদে। এই তালিকায় রয়েছে কয়েকজন অভিনেতা অভিনেত্রী সহ আমজনতা। অন‍্যদিকে বুদ্ধিজীবীদের নীরব থাকতে দেখা গিয়েছে এই বিষয়ে। সম্প্রতি কয়েকজন বুদ্ধিজীবী প্রতিবাদে মুখ খুললেও এখনো অনেকেই এড়িয়ে যাচ্ছেন প্রশ্ন।

দুদিন আগে বুদ্ধিজীবীদের ডাকা সাংবাদিক বৈঠকে ছিলেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায় (Rahul Arunoday Banerjee)। রাজনৈতিক, সামাজিক বিভিন্ন ইস‍্যুতে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে একাধিকবার। এবারেও ব‍্যতিক্রম হয়নি। তবে তাঁর মতে, বিষয়টা অত‍্যন্ত গুরুতর। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ‍্যায় ও ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ‍্যায়ের সম্পর্ক কেমন তা নিয়ে আলোচনা বা চর্চা করতে বিন্দুমাত্র ইচ্ছুক নন রাহুল।

   

rahul banerjee asa
সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে তাঁর স্পষ্ট কথা, কে কার গার্লফ্রেন্ড, তাঁদের বয়সের পার্থক‍্য কতটা এ নিয়ে হাসাহাসি করার পরিস্থিতি আর নেই। চাকরিপ্রার্থীরা গত ৫০০ দিন ধরে রাস্তায় বসে অনশন করছে। রাহুলের কথায়, রাজ‍্য জুড়ে টাকার যে অশ্লীলতা দেখা যাচ্ছে তাতে ওই মানুষগুলো যারা এতদিন ধরে কষ্ট করে যাচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে।

যে ঘটনা নিয়ে রাজ‍্য জুড়ে তোলপাড় চলছে, তারকা থেকে আমজনতা সকলেই প্রতিবাদে মুখর, সেখানে সমাজের বিশিষ্ট জনদের একাংশের নীরবতা রীতিমতো অস্বস্তিকর। প্রশ্ন করা হলেও গা বাঁচানো উত্তর দিচ্ছেন তাঁরা। ওই বিশিষ্ট জনদের উদ্দেশে রাহুলের শ্লেষ মেশানো বার্তা, “বূদ্ধিজীবী সমাজের একাংশ যদি ভেবে থাকেন যে উটপাখির মতো চোখ বুজে থাকলেই মরুঝড় থেকে বেঁচে যাবেন, তবে তাঁরা মুর্খের গজদন্ত মিনারে বাস করছেন।”

গত শনিবার নিয়োগ দুর্নীতির প্রতিবাদ করে একটি সাংবাদিক সম্মেলন করেন বুদ্ধিজীবীরা। সেখানে রাহুল ছাড়াও উপস্থিত ছিলেন অভিনেতা দেবদূত ঘোষ, মানসী সিনহা, চন্দন সেন, শিক্ষাবিদ পবিত্র সরকার। পরিচালক অনীক দত্ত, দেবজ‍্যোতি মিশ্র, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যরা।

রাজ‍্যে ফের পরিবর্তনের ডাক দিয়ে বুদ্ধিজীবীদের তরফে ঘোষনা করা হয়, সোমবার দুর্নীতি ইস‍্যুতে মিছিল করা হবে। ভিক্টোরিয়া হাউস থেকে মেয়োরোড পর্যন্ত হবে মিছিল। শিক্ষাবিদ পবিত্র সরকার বলেন, শচীন সেনগুপ্তের ‘সিরাজউদ্দৌলা’ নাটকে রয়েছে ‘বাংলার আকাশে আজ মেঘের ঘনঘটা’। বাংলার ক্ষেত্রে এই কথাটাই মর্মান্তিক ভাবে সত‍্যি হয়ে গিয়েছে। পার্থ চট্টোপাধ‍্যায়ের জন‍্য শুধু দেশ নয়, গোটা পৃথিবীর কাছে বাঙালির মাথা হেঁট হয়ে গিয়েছে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর