সন্দীপ্তার ছোঁয়ায় বদলালেন রাহুল, পাহাড়ে গিয়ে কিং খান স্টাইলে রোম‍্যান্টিক বার্তা অভিনেতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজোর পঞ্চমীটা কলকাতায় কাটিয়েই টুক করে পাহাড়ে পাড়ি দিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায় (rahul banerjee)। সঙ্গীনি সন্দীপ্তা সেন (sandipta sen)। গুঞ্জন, ফিসফাসকে ডোন্ট কেয়ার করে দিব‍্যি পাহাড়ের কোলে ঘুরে বেড়ালেন দুজনে। সমালোচকদের মুখে চুনকালি দিয়ে শেয়ার করলেন ছবি, ভিডিও।

কোদাইকানাল ঘুরতে গিয়েছেন রাহুল সন্দীপ্তা। লুকিয়ে চুরিয়ে নয়, সোশ‍্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে বুঝিয়ে দিয়েছেন একসঙ্গেই রয়েছেন তাঁরা। ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’র সঙ্গে পাফাড়ি রাস্তায় সাইকেল চালানোর ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।


শুধু তাই নয়, যে রাহুল এক সময় রিল ভিডিও থেকে দূরে পালাতেন সন্দীপ্তার ছোঁয়ায় বদলেছেন তিনিও। শাহরুখ খানের স্টাইলে ‘রব নে বনা দি জোড়ি’র সঙ্গে দিব‍্যি রোম‍্যান্টিক রিল ভিডিও বানালেন অভিনেতা। তা দেখে কমেন্ট বক্সে হুল্লোড় রুক্মা রায়, দিব‍্যজ‍্যোতি দত্ত, রোহন ভট্টাচার্যদের। তবে সন্দীপ্তাকে একসঙ্গে ছবি বা ভিডিও শেয়ার করতে দেখা যায়নি।

https://www.instagram.com/reel/CU-Eenah5o6/?utm_medium=copy_link

অনেকদিন ধরেই সন্দীপ্তার সঙ্গে রাহুলের বিশেষ সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছিল। দুজনকে একই সঙ্গে একাধিক অনুষ্ঠানেও দেখা গিয়েছে। কিন্তু এর আগে কখনোই এই বিষয়ে প্রকাশ‍্যে কোনো মন্তব‍্য করতে চাননি দুজনের কেউই। তবে রাহুল স্পষ্ট জানান, সন্দীপ্তার সঙ্গে তাঁর বন্ধুত্ব আরো গভীর হয়েছে। বিপদে পড়লে সর্বপ্রথম সন্দীপ্তার কথাই মাথায় আসবে তাঁর।

https://www.instagram.com/reel/CVAXR9LhC_0/?utm_medium=copy_link

আসলে দুজনের বাড়ি খুব কাছাকাছি। তাই কোনো অনুষ্ঠানে যাওয়ার হলে একই গাড়িতে যান তাঁরা,তেল বাঁচানোর জন‍্য। তবে রাহুলের দাবি, প্রিয়াঙ্কার পর আর কারোর প্রেমেই পড়েননি তিনি। এখনো সিঙ্গল রয়েছেন। তবে সন্দীপ্তার মতো বন্ধু থাকলে আর কারোর প্রেমে পড়ার দরকার নেই বলেই মনে করেন রাহুল।

সম্পর্কিত খবর

X