নিজের ছেলে বলে মানেনইনি, সৎ বোন আলিয়ার বিয়েতে সেই বাবা মহেশ ভাটের পা টিপে দিলেন রাহুল

বাংলাহান্ট ডেস্ক: ছোট মেয়ের বিয়ে সম্পূর্ণ। এবার শ্বশুরবাড়ি যাওয়ার পালা। মন একটু হলেও খারাপ পরিচালক মহেশ ভাটের (Mahesh Bhatt)। ৩ রা এপ্রিল তিন ছেলে মেয়েকে নিয়ে যায় আলিয়ার বিয়েতে গিয়েছিলেন তিনি। বড় মেয়ে পূজা ভাটের সঙ্গে এক গাড়িতে বিয়েবাড়িতে পৌঁছান মহেশ। অন‍্য একটি গাড়িতে যান স্ত্রী সোনি রাজদান আর মেয়ে শাহিন ভাট। আলাদা ভাবে বোনের বিয়েতে পৌঁছান সৎ দাদা রাহুল ভাট (Rahul Bhatt)।

তিনিই একটি ছবি শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। ক্লান্ত বাবার পা টিপে দিতে দেখা যাচ্ছে ছেলেকে। একটা পায়ের উপরে আরেকটি পা তুলে নিজের মোবাইল ফোনে ব‍্যস্ত মহেশ ভাট। পাশে বসে মন দিয়ে বাবার পা টিপে দিচ্ছেন রাহুল। ক‍্যাপশনে পরিচালককে ‘বস’ বলে উল্লেখ করেছেন তিনি।

when mahesh bhatts son rahul bhatt called himself a super bastard because his father wouldnt treat him as his own 0001
কমেন্ট বক্সে রাহুলকে ভালবাসা আর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটনাগরিকরা। একজন লিখেছেন, যে সন্তান বাবা মায়ের সেবা করে সে বিশ্বের সবথেকে শক্তিশালী। বাবা দূরে ঠেলে দিলেও তিনি সন্তানের কর্তব‍্য ভোলেননি। এতেই সবার মন জয় করে নিয়েছেন রাহুল। বিয়ের অনুষ্ঠানের আরো কিছু ছবি শেয়ার করেছেন তিনি।

https://www.instagram.com/p/CcYJKees1YZ/?igshid=YmMyMTA2M2Y=

রাহুল ভাট এবং পূজা ভাট মহেশের প্রথম বিয়ের সন্তান। সোনি রাজদানের আগে কিরণ ভাটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এর আগে এক সাক্ষাৎকারে রাহুল জানিয়েছিলেন, বাবা মহেশ ভাটের সঙ্গে কোনওদিনই তাঁর ভাল সম্পর্ক ছিল না।

https://www.instagram.com/p/CcYU88nMxQL/?igshid=YmMyMTA2M2Y=

তাঁকে নিজের ছেলে বলেও মনে করতেন না বলে দাবি করেছিলেন রাহুল। সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেছিলেন, মহেশ ভাট যদি সত‍্যিই তাঁর সঙ্গে বাবার মতো আচরণ করতেন তাহলে তিনি হেডলির সঙ্গে ঘনিষ্ঠ হতেন না। উল্লেখ‍্য, এই হেডলি মুম্বই বিষ্ফোরনের প্রধান ছিলেন।

রাহুলের কথায়, “ছোটবেলায় বাবার সঙ্গ না পাওয়া, নিরাপত্তাহীনতায় ভোগা এতটাই চেপে বসেছিল আমায মনের উপর যে হেডলি খুব সহজেই আমার আত্মবিশ্বাসকে হারিয়ে দিত। বড় হওয়ার সময়টায় বাবাকে পাইনি আমি। আমাকে চিরদিন অবাঞ্ছিত, অবৈধ সন্তান হিসাবে দেখেছেন উনি।”


Niranjana Nag

সম্পর্কিত খবর