বাংলাহান্ট ডেস্ক: দেখতে দেখতে সাত বছর হয়ে গেল জনপ্রিয় সিরিয়াল ‘তুমি আসবে বলেই’ (tumi asbe bolei) এর। ২০১৪ থেকে ২০১৬, এই দুই বছর টেলিভিশন দর্শকদের মাতিয়ে রেখেছিল রাহুল ও নন্দিনীর জুটি। নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (rahul banerjee) এবং নায়িকা হয়েছিলেন সন্দীপ্তা সেন (sandipta sen)।
উল্লেখ্য, এই সিরিয়ালে অভিনয়ের সময়েই শোনা যায় রাহুল ও সন্দীপ্তার মধ্যে এক বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল। অপরদিকে স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেও শুরু হয় রাহুলের মনোমালিন্য যা একসময় পৌঁছায় বিবাহ বিচ্ছেদের দোরগোড়ায়। গুঞ্জন শোনা গিয়েছিল, প্রিয়াঙ্কাও নাকি নিজের ফটোগ্রাফার বন্ধু তথাগত ঘোষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।
যদিও এখনো রাহুল প্রিয়াঙ্কার বিচ্ছেদ হয়নি। উপরন্তু সম্প্রতি প্রিয়াঙ্কার সঙ্গে প্রথম সিনেমার একটি ছবি রাহুল শেয়ার করায় আবারো আশায় বুক বাঁধছেন অনুরাগীরা। এরই মধ্যে ‘তুমি আসবে বলেই’ এর সাত বছর পূর্তিতে এক অনুরাগী সিরিয়ালের টাইটেল ট্র্যাকটি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্ট পুনরায় শেয়ার করে রাহুল লিখেছেন, ‘৭ বছর হয়ে গেলো তুমি আসবে বলে-র’।
এক সময় রাহুল প্রিয়াঙ্কার বিচ্ছেদের জন্য উঠে এসেছিল সন্দীপ্তার নাম। যদিও প্রিয়াঙ্কা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাঁদের সম্পর্কের ভাঙনের জন্য সন্দীপ্তা দায়ী নয়। এমনকি রাহুলও একাধিক বার দাবি করেছেন তাঁরা শুধুই ভাল বন্ধু। কিন্তু একই সঙ্গে বহুবার ঘরোয়া পার্টি বা ইন্ডাস্ট্রির সতীর্থদের বিয়ের অনুষ্ঠানে রাহুলের পাশে দেখা গিয়েছে সন্দীপ্তাকে, যা প্রতিবারই সন্দেহ উসকে দিয়েছে নেটিজেনদের।
সম্প্রতি সন্দীপ্তার সঙ্গেই একটি পুরনো ছবি শেয়ার করায় কৌতূহলের আগুনে ঘি পড়েছে। ছবিটি শেয়ার করে রাহুল লিখেছেন, ‘প্রিয়’। তাও আবার একবার না, দু দুবার একই পোস্ট শেয়ার করেছেন অভিনেতা। নেটিজেনদের প্রশ্ন, এই ভাবেই গুঞ্জনে শিলমোহর দিলেন রাহুল? অভিনেতা কিছু না বললেও নেটনাগরিকদের এবারেও বক্তব্য, সন্দীপ্তার সঙ্গে সাত বছরের সম্পর্ক উদযাপন করছেন রাহুল।