রানা সরকার থাকুক না থাকুক ছবি হবেই! ‘কলকাতা ৯৬’ এর ভবিষ‍্যৎ নিয়ে মুখ খুললেন পরিচালক রাহুল

বাংলাহান্ট ডেস্ক: নিজের পরিচালনায় প্রথম ছবি। প্রথম পদক্ষেপেই হোঁচট খেলেন রাহুল অরুণোদয় বন্দ‍্যোপাধ‍্যায় (Rahul Arunoday Banerjee)। ‘কলকাতা ৯৬’ ছবির পরিচালনা করছেন তিনি। ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের (Sourav Ganguly) অবদান, লর্ডসে তাঁর শতরানের মুহূর্তগুলো নিজের ছবিতে তুলে ধরতে চলেছেন তিনি। এর মাঝেই বাধা হয়ে দাঁড়াল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে সৌরভের অপসারণ।

তিন বছর পর বোর্ড সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন ‘মহারাজ’। এর জেরে অনিশ্চয়তা দেখা দিয়েছে ‘কলকাতা ৯৬’ এর শুটিং এবং মুক্তিতে। প্রযোজক রানা সরকার ইতিমধ‍্যে জানিয়ে দিয়েছেন, তিনি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। সৌরভ সভাপতি না থাকায় তিনিও আর ছবিতে থাকবেন না।

Sourav rahul
কারণ হিসাবে প্রযোজক জানিয়েছেন, ১৯৯৬ এ লর্ডসে অভিষেক ম‍্যাচে সৌরভের শতরানের পর তিন দিন ধরে উৎসবে মেতেছিল কলকাতা। ছবিতে সেই ঘটনা তুলে ধরার জন‍্য ফুটেজগুলো জরুরি, যেগুলো সৌরভ নিজে নাকি পাইয়ে দেবেন বলে জানিয়েছিলেন।

সংবাদ মাধ‍্যমকে রানা সরকার জানিয়েছিলেন, রাহুলের সঙ্গে ‘দাদা’র কথা হয়েছিল এ বিষয়ে। ছবির স্বার্থে তিনি কথা দিয়েছিলেন ফুটেজগুলো পাইয়ে দেবেন। সৌরভ সভাপতি পদে থাকলে সেগুলো হয়তো ২০-৩০ লাখ টাকায় পাওয়া যেত। কিন্তু এখন তিনি সরে দাঁড়ানোয় ফুটেজগুলো কিনতে প্রায় ১ কোটির উপরে খরচ হবে। প্রযোজক স্পষ্ট জানান, অত টাকা তাঁর পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়।

বিষয়টা নিয়ে অবশেষে মুখ খুলেছেন রাহুল। ধোঁয়াশা কাটিয়ে তিনি জানিয়েছেন, প্রযোজক সরে গেলেও ছবি হবে। রানা সরকার না করলেও অন‍্য কোনো প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মেলাবেন তিনি। নাম, অভিনেতা, অভিনেত্রীদের কাস্টিং সব একই থাকবে বলেও জানিয়েছেন রাহুল। উল্লেখ‍্য, কলকাতা ৯৬ এ অভিনয় করার কথা ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকারের‌। পাশাপাশি নিজের ছেলে সহজকে দিয়েও এই ছবিতে অভিনয় করাবেন রাহুল‌।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর