ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে কী ফলাফল হতে চলেছে? ভবিষ্যদ্বাণী করে জানিয়ে দিলেন রাহুল দ্রাবিড়

বাংলা হান্ট ডেস্কঃ আগামী মাসেই ইংল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের পরেই ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। আর সেই টেস্ট সিরিজ নিয়েই ভবিষ্যৎবাণী করে ফেললেন প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় মনে করেন ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল ভালো ফলাফল করবে। এমনকি সেই সিরিজের ফলাফল ভারতের পক্ষে 3-2 হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

রবিবার এক সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় বলেন, ইংল্যান্ড দল বর্তমানে খুবই শক্তিশালী। দলে একাধিক বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। ওদের জোরে বোলাররা দারুণ পারফরম্যান্স করছে। খেলোয়াড় বাছার ক্ষেত্রে অনেক বেশি বিকল্প পাবে ইংল্যান্ড তবু আমার মনে হয় এবার ইংল্যান্ডে ভারতীয় দলের জয়ের সম্ভাবনা অনেক বেশি।

n2781897683851c8749257c12d8392df7c629194baf26feb59050d6152ea84c483c9176241

রাহুল দ্রাবিড়ের মতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ খেলার পর ভারত ইংল্যান্ডে একমাস থাকবে। এই একমাস সময় ভারত অনেক বেশি অনুশীলন করার সময় পাবে। এছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে এই মুহূর্তে দারুন আত্মবিশ্বাসী পুরো ভারতীয় দল। সেই কারণে রাহুল মনে করেন ইংল্যান্ডের বিরুদ্ধে 3-2 ফলাফলে ভারত সিরিজ জিতবে।
এছাড়াও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল নিয়েও বেশ আশাবাদী রাহুল। রাহুল এর মতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের সেরা খেলোয়াড়রাই সুযোগ পেয়েছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর