সবাইকে কাঁদিয়ে চলে গেলেন রাহুল! নিজেই নিজের মৃত‍্যুর ভুয়ো খবর দেখলেন অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক: ভুয়ো খবরের (Fake News) রমরমা নতুন কথা নয়। বিশেষত সোশ‍্যাল মিডিয়ার জেরে গুজবের মাত্রাটা বেশিই বেড়ে গিয়েছে। এমনকি জীবিত মানুষের নামে মৃত‍্যুর ভুয়ো খবর পর্যন্ত ছড়িয়ে পড়ছে নেটমাধ‍্যমে। একাধিক প্রবীণ অভিনেতার নামে এমন গুজব সামনে এসেছে বিভিন্ন সময়ে। এবার একই অভিজ্ঞতার সম্মুখীন হলেন অভিনেতা রাহুল দেব বোস (Rahul Dev Bose)।

রাহুল দেব বোস নাকি মৃত! হ‍্যাঁ, এমনি উড়ুক্কু খবরে সম্প্রতি চাঞ্চল‍্য ছড়ায় সর্বত্র। রাহুল শুটিংয়ে ব‍্যস্ত ছিলেন যখন খবরটিতে চোখ পড়ে তাঁর। ‘সকলকে কাঁদিয়ে চলে গেলেন রাহুল’, এমনি খবর ভেসে ওঠে তাঁর মোবাইল স্ক্রিনে। রাহুল হতভম্ব। সেই ভাব কাটিয়ে উঠতে না উঠতেই একের পর এক ফোন উদ্বিগ্ন আত্মীয়, পরিচিতদের।

rahul dev bose
স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়ে যান অভিনেতার পরিবার পরিজনরা। উদ্বিগ্ন হয়ে ওঠেন তাঁর ভক্তরাও। বাধ‍্য হয়ে বিষয়টা নিয়ে মুখ খোলেন রাহুল। ভুয়ো খবরের স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘খুবই খারাপ মশকরা। পরিস্কার করে বলে দিই, আমি মৃত নই। ধন‍্যবাদ।’

এক সংবাদ মাধ‍্যমের কাছেও ক্ষোভ উগরে দেন রাহুল। শুধুমাত্র কিছু ভিউ, লাইকের জন‍্য মানুষ এতটা নীচে নামতে পারে! জীবিত মানুষের মৃত‍্যুর খবর রটানো মোটেই উচিত নয়। উপরন্তু সিরিয়ালে তাঁর চরিত্রেরও যে মৃত‍্যু হবে এমনটাও নয়। তাহলে এই ভুয়ো খবরের মানে কী?

প্রসঙ্গত, এই মুহূর্তে স্টার জলসার ‘নবাব নন্দিনী’ সিরিয়ালে অভিনয় করছেন রাহুল। খলনায়কের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, খলনায়কদের মেরুদণ্ড সোজা হয়। তাছাড়া তিনি এমন কোনো চরিত্রে অভিনয় করতে চান না যা সিরিয়ালে খুব লম্বা সময় ধরে চলবে। তাই খলনায়কের চরিত্রই তাঁর কাছে সঠিক বলে মনে হয়েছে।

উল্লেখ‍্য, অভিনেতাদের নামে মৃত‍্যুর ভুয়ো খবর ছড়ানো নতুন নয়। বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীর নামে মৃত‍্যুর গুজব রটেছে। বিষয়টা নিয়ে কড়া বার্তা দেওয়া হলেও এই ঘটনা প্রমাণ করে দেয় যে পরিস্থিতি একটুও বদলায়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর