দেবাদৃতা আউট, চিত্রাঙ্গদা ইন! বলিউড নায়িকাকে পেয়েই বাঙালি প্রেমিকাকে ভুললেন রাহুল?

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশন, ওয়েব সিরিজে আগেই আধিপত্য জমিয়েছেন অভিনেতা রাহুল দেব বসু (Rahul Dev Bose)। এবার পালা বলিউডের। সেই সুযোগও পেয়ে গিয়েছেন তিনি। খুব শীঘ্রই নীরজ পাণ্ডের ‘খাকি ২’ সিরিজে দেখতে পাওয়া যাবে তাঁকে। বিপরীতে আবার চিত্রাঙ্গদা সিং। বলিউডের পোড়খাওয়া লাস্যময়ী নায়িকার সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা কেমন রাহুলের (Rahul Dev Bose)?

বলিউডে ডেবিউ রাহুলের (Rahul Dev Bose)

বলিউডে এটাই প্রথম কাজ রাহুলের (Rahul Dev Bose)। অন্যদিকে চিত্রাঙ্গদা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন অভিনেত্রী। বয়সেও তিনি রাহুলের (Rahul Dev Bose) চেয়ে বড়। অভিনেতার কলেজ জীবন থেকেই চিত্রাঙ্গদার জনপ্রিয়তা তুঙ্গে। এবার তাঁর সঙ্গেই চুটিয়ে রোম্যান্সের সুযোগ পাচ্ছেন রাহুল (Rahul Dev Bose)। রাজনৈতিক গল্পেই থাকছে প্রেমের ছোঁয়া। প্রেক্ষাপট আবার বাংলা।

   

আরো পড়ুন : সাধারণ মানুষ থেকে গডম্যান, ‘শাস্ত্রী’র প্রথম ঝলকেই চোখ ধাঁধালো মিঠুন ম্যাজিক

কী গল্প সিরিজের

জানা যাচ্ছে, ২০০০ সালের বাংলাকে তুলে ধরা হবে সিরিজে। রাজনীতির গল্পে এক ছাত্রনেতার ভূমিকায় রয়েছেন রাহুল (Rahul Dev Bose)। অন্যদিকে চিত্রাঙ্গদাকে দেখা যাবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে। সংবাদ মাধ্যমের কাছে অভিনেতা জানান, তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেখানকার ছাত্র রাজনীতির অংশ থেকেছেন। রয়েছে অনেক আন্দোলনের অভিজ্ঞতাও। ফলে সিরিজে অভিনয়ে সুবিধাই হয়েছে রাহুলের (Rahul Dev Bose)। আর রোম্যান্স?

আরো পড়ুন : সতীনকাঁটা আবার কী! প্রাক্তন স্বামীর বর্তমান প্রেমিকার সঙ্গে চুটিয়ে পার্টি সুজানের

চিত্রাঙ্গদার প্রশংসায় পঞ্চমুখ রাহুল

সিরিজে প্রেমের প্রসঙ্গ উঠতেই চিত্রাঙ্গদার প্রশংসায় পঞ্চমুখ রাহুল (Rahul Dev Bose)। জানান, চিত্রাঙ্গদাই প্রথম কথা শুরু করেছেন রসিকতা দিয়ে। বুদ্ধি এবং সৌন্দর্যের দুর্দান্ত মিশেল নাকি অভিনেত্রী। এমনকি রাহুল এও জানান, বয়সে বড় হলেও সেই অসম প্রেম পর্দায় দেখে বুঝতেই পারবেন না দর্শকরা। দক্ষ অভিনেত্রীর মতোই প্রেমের দৃশ্যে তাঁকে সামলে দিয়েছেন চিত্রাঙ্গদা। রাহুল (Rahul Dev Bose) কেও নাকি বেশ মনে ধরেছে তাঁর।

Rahul Dev Bose

বাস্তব জীবনে রাহুলের সঙ্গে দেবাদৃতা বসুর প্রেমটা এখন আর কারোরই অজানা নয়। বলিউডে গিয়ে কি বাঙালি প্রেমিকাকে ভুললেন তিনি? এই প্রশ্ন উঠতেই অবশ্য রাহুল তড়িঘড়ি জানিয়েছেন, ওটা শুধু পর্দাতেই। বাস্তবে দেবাদৃতা ছাড়া আর কাউকে ভাবতেই পারেন না তিনি।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর