বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের (Team India) সিরিজের প্রথম ম্যাচ জেতার পর কাল দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৬ রানের ব্যবধানে হার স্বীকার করতে বাধ্য হয়েছে। পুনের (Pune) পিচে যেখানে বরাবর প্রথমে ব্যাটিং করা দল ম্যাচ জিতে থাকে সেই পিছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) টসে জিতেও ভারতীয় দলকে প্রথমে বোলিং করানোর সিদ্ধান্ত নেন। গত ম্যাচেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে ভারতীয় তরুণ ব্রিগেডকে তিনি আরও বেশি করে কঠিন পরিস্থিতির মুখোমুখি ফেলতে চান যাতে তারা বড় টুর্নামেন্টগুলিতে কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে ওঠে।
কাল ভারত হারলেও মরিয়া চেষ্টা করেছিলেন অক্ষর প্যাটেল (Axar Patel)। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগ এই অসাধারণ পারফরম্যান্স করে ভারতীয় অলরাউন্ডার দলকে জয়ের অত্যন্ত নিকটে নিয়ে এসেছিলেন প্রায় অসম্ভব হয়ে যাওয়া পরিস্থিতি থেকে। কিন্তু দিনের শেষে তাকে হার মানতে হয় শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকার (Dasun Shanaka) অলরাউন্ড পারফরম্যান্সের কাছে।
কাল ভারতীয় দলের হারের মূল কারণ বিশ্লেষণ করতে বসলে উঠে আসবে পেসারদের ব্যর্থতার কথা। অধিনায়ক হার্দিক পান্ডিয়া বাদে কাল দলের বাকি তিন পেসারের বিরুদ্ধেই শ্রীলঙ্কান ব্যাটাররা অত্যন্ত আগ্রাসী ব্যাটিং করেছেন। কাল তিন পেসারের ১০ ওভারে উঠেছে ১৩৮ রান। অর্শদীপ (Arshdeep Singh) দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকায় কাল অবিশ্বাস্য রকমের ফ্লপ। মাভি (Shivam Mavi) অভিষেক ম্যাচে ৪ উইকেট নিলেও কাল ছিলেন একেবারেই নিষ্ক্রিয়।
এদের মধ্যে তুলনামূলকভাবে সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছেন উমরান (Umran Malik)। দুজন শ্রীলঙ্কা ব্যাটার কে বোল্ড করেছেন এবং অপরজনকে গতিতে পরাস্ত করে মিড উইকেটে ক্যাচ তুলিয়ে মোট তিনজনকে আউট করেছেন। একসময় তিনি হ্যাটট্রিকের সামনেও ছিলেন। কিন্তু নিজের শেষ ওভারে ২১ রান বিলিয়ে দেওয়ায় তার আগের তিন ওভারের ভালো বোলিং কিছুটা ব্যর্থ হয়ে যায়।
যদিও এইসব নিয়ে এখনই চিন্তিত হতে নারাজ ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। কাল ম্যাচ এরপর তাকে সাংবাদিক সম্মেলনে পেসারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, “ওরা এখনো অত্যন্ত অনভিজ্ঞ। তাই কিছু ম্যাচে এমনটা হবেই। আমাদের ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে ভরসা দেওয়া উচিত।” এই সিরিজের শেষ ম্যাচটি খেলা হবে আগামীকাল রাজকোটের মাটিতে। রাহুল দ্রাবিড়ের ভরসার মান পেসাররা রাখতে পারবেন কিনা সেটা বোঝা যাবে কালকেই।