বাংলা হান্ট ডেস্ক: আগামী বছরের IPL (Indian Premier League) শুরু হতে এখনও অনেকটা সময় বাকি থাকলেও তার আগে দলগুলি নিজেদের প্রস্তুতি সেরে রাখছে। এদিকে, এবার টুর্নামেন্টের আগে সম্পন্ন হবে মেগা নিলামও। যেখানে দলগুলিকে সাজিয়ে নিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। যদিও,নিলামের নিয়ম সম্পর্কে IPL-এর তরফে এখনও কিছুই স্পষ্ট করা হয়নি। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে নির্বাচিত করেছে রাজস্থান রয়্যালস। ইতিমধ্যেই, সোশ্যাল মিডিয়ায় এই তথ্য উপস্থাপিত করেছে ওই দল। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘদিন পর রাহুল রাজস্থান রয়্যালসে ফিরেছেন। তিনি এক সময় IPL (Indian Premier League)-এ রাজস্থান রয়্যালসের অধিনায়কও ছিলেন।
“So, who wouldn’t want Rahul Dravid?” pic.twitter.com/59q245YmcC
— Rajasthan Royals (@rajasthanroyals) September 6, 2024
শেষ হবে ১৬ বছরের অপেক্ষা: জানিয়ে রাখি যে, দীর্ঘ ১৬ বছর ধরে IPL (Indian Premier League) ট্রফির আশায় রয়েছে রাজস্থান। এদিকে, সম্প্রতি টিম ইন্ডিয়ার প্রধান কোচ হিসেবে মেয়াদ শেষ করেছেন রাহুল দ্রাবিড়। তাঁর নেতৃত্বেই ভারতীয় দল চলতি বছরে T20 বিশ্বকাপ হাসিল করেছে। কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের প্রচুর অভিজ্ঞতাও রয়েছে। ভারতীয় দল ছাড়াও, তিনি ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর, রাজস্থান রয়্যালস, দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর এবং NCA প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: এবার বদলে যাবে এই সেক্টরের চেহারা! টাটা-মাহিন্দ্রাকে টক্কর দিতে বিরাট পদক্ষেপ নিলেন অনিল আম্বানি
কি জানিয়েছেন রাহুল দ্রাবিড়: জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই রাজস্থান রয়্যালস রাহুলের দলে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি উপস্থাপিত করেছে। যেখানে লেখা হয়েছে ভারতের বিশ্বকাপ জয়ী কোচ রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসে ফিরতে প্রস্তুত। পাশাপাশি, রাহুল দ্রাবিড়কে রয়্যালস স্পোর্টস গ্রুপের সিইও জ্যাক লুশ ম্যাক্রামের কাছ থেকে তাঁর গোলাপী জার্সি গ্রহণ করতে দেখা গেছে।
আরও পড়ুন: বয়স মাত্র ১৯! দলীপ ট্রফিতে ১৮১ রানের ইনিংস খেললেন ভারতের এই নবীন খেলোয়াড়, গড়লেন রেকর্ড
এদিকে, রাজস্থান রয়্যালসে যোগদানের পর দ্রাবিড় জানান যে, “বিশ্বকাপের পরে, আমি মনে করি এটি আমার জন্য আরেকটি চ্যালেঞ্জ নেওয়ার সঠিক সময় এবং রয়্যালস এর জন্য সেরা জায়গা।” তবে, রাজস্থান রয়্যালস দলে তাঁর ভূমিকা কি হবে সে সম্পর্কে কোনও তথ্য সামনে আনা হয়নি। তবে ইএসপিএন ক্রিকইনফো-এর রিপোর্ট অনুসারে, তাঁকে প্রধান কোচ হিসেবে দলে যুক্ত করা হয়েছে।