এবার হারলে BCCI-কে কি অজুহাত দেবেন দ্রাবিড়! আগে থেকেই পাওয়া গেল ইঙ্গিত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (West Indies vs India) ওডিআই সিরিজ খেলতে নেমে দুটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ভারতীয় দলের (Indian Cricket Team)। এর মধ্যে একটি ম্যাচ জিতলেও ভারতের প্রচুর খামতি সামনে এনে দিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে তাই চিন্তিত ভারতীয় ক্রিকেটের সমর্থকরা। আর রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) দলপরিবর্তন নিয়ে নেওয়া আমি তো বলি অনেকেই মেনে নিতে পারছেন না। আর যে ক্রিকেটারকে নিয়ে এই মুহূর্তে সমর্থকরা সবচেয়ে বেশি চিন্তিত, তিনি হলেন শুভমান গিল (Shubman Gill)।

দুর্দান্তভাবে ২০২৩ সালটা শুরু করার পর আচমকাই যেন ছন্দ হারিয়ে ফেলেছেন পাঞ্জাবের এই তরুণ ক্রিকেটার। বছরের শুরুতে তার ব্যাটে রানের বন্যা বইছিল। কিন্তু এখন যেন তিনি ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। ব্যাটের সঙ্গে বলের টাইমিংটাই ঠিকঠাক করতে পারছেন না এই ভারতীয় ওপেনার। কেন এভাবে তার আত্মবিশ্বাসে আচমকা চিঁড় ধরেছে, তা নিয়ে প্রশ্ন জাগছে।

প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ, তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ফাইনাল, তারপরে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্ট ও এখন ওডিআই সিরিজ। পরিচিত গিল-কে পাচ্ছেন না ভক্তরা। যাকে ভবিষ্যতে তারকা বলে চিহ্নিত করা হয়েছিল, তার এত দ্রুত অধঃপতন মেনে নিতে পারছিলেন না অনেকেই। ফলে খুব স্বাভাবিকভাবে বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়কে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল।

gill dravid

শুভমান গিলকে নিয়ে রাহুল দ্রাবিড় বক্তব্য রাখার সময় বলেছেন, “শুভমান গিলকে নিয়ে আমি খুব একটা চিন্তিত নই, সে সুন্দর ব্যাটিং করছে, সত্যিই ভাল লাগছে, প্রতিটি ম্যাচে কেউ সমান পারফরম্যান্স করতে পারে না। আর পরিবেশ, পরিস্থিতি এখানে ব্যাটিংয়ের জন্য সহজ ছিল না। তাই আপনি কারোর সমালোচনা করতে পারেন না‌।”

এরপর কেন বিরাট কোহলি ও রোহিত শর্মাকে বাদ দিয়ে দল সাজানো হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে রাহুল দ্রাবিড় জানিয়েছেন যে এশিয়া কাপের আগে তারা যথাসম্ভব নিয়মিত নন এমন ক্রিকেটারদের সুযোগ দিয়ে তাদের নিজেদের যোগ্যতা প্রমাণের মঞ্চ দিতে চান। যেহেতু ভারতীয় দল এই মুহূর্তে চোট আঘাতে ভুগছে, তাই এশিয়া কাপের আগে কারা সেই জায়গা নিতে প্রস্তুত হয়ে উঠেছেন সেটা দেখে নিতে চাইছেন রাহুল দ্রাবিড় নিজে।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর