টিম ইন্ডিয়ার নতুন কোচের লড়াই থেকে নিজেই সরে দাঁড়ালেন রাহুল, থাকছেন NCA-তেই

বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় দলের নতুন কোচ হিসেবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়ের নাম সামনে উঠে আসছিল বারবার। বিশেষত শ্রীলঙ্কায় শিখর ধাওয়ানদের সঙ্গে দুর্দান্ত কাজ করার পর আরও বেশি সংবাদ শিরোনামে ছিলেন দ্রাবিড়। কারণ ইতিমধ্যেই জানা গিয়েছে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোচ হিসেবে নিজের মেয়াদ আর বাড়াতে চান না রবি শাস্ত্রী। এই ঘটনা সামনে আসার পর স্বাভাবিকভাবেই রাহুল দ্রাবিড়ের নাম ছিল সবার উপরে।

করোনা কালের কথা মাথায় রেখে শ্রীলংকা এবং ইংল্যান্ডের আলাদা আলাদা দল পাঠিয়েছিল বিসিসিআই। একদিকে যেমন ইংল্যান্ডগামী ভারতীয় দলের কোচ ছিলেন রবি শাস্ত্রী, তেমনি অন্যদিকে শ্রীলংকাগামী ভারতীয় দলের কোচ নির্বাচিত হয়েছিলেন রাহুল দ্রাবিড়। এখন রবি সরে দাঁড়ালে স্বাভাবিকভাবেই রাহুলের নাম সকলের উপরে উঠে আসে। কিন্তু লড়াই থেকে কার্যত নিজেই নাম তুলে নিলেন রাহুল।

জানা গিয়েছে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীর প্রধান পদের জন্য পুনরায় আবেদন করেছেন তিনি। এ পর্যন্ত এই পদের জন্য তার মত বড় আর কেউ আবেদন করেননি। তাই রাহুল দ্রাবিড় যেভাবে কাজ করে চলেছেন তাতে দায়িত্ব যে তার হাতেই বর্তাবে তা বলাই বাহুল্য। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ““হ্যাঁ, রাহুল আবার এনসিএ ক্রিকেট প্রধানের পদে আবেদন করেছেন।” তবে তিনি আরও বলেন, “বিসিসিআই আধিকারিকরা আবেদন জমা দেবার সময়সীমা ১৫ আগস্ট থেকে কিছু দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।” যদিও একথা ঠিক যে রাহুলের আবেদনের পর আবেদন করা নিরর্থক।

IMG 20210819 112800

এই মুহূর্তে চোটের কারণে এনসিএ-তে রয়েছেন শুভমান গিল, কমলেশ নাগরকটি এবং বরুণ চক্রবর্তীর মত খেলোয়াড়রা। জানা গিয়েছে কেকেআরের এই তিন খেলোয়াড় আপাতত চোট সাড়ানোর জন্য রিহ্যাব এবং ফিটনেস ট্রেনিং করছেন। তবে তারা আরব আমিরশাহীতে আইপিএল খেলতে পারবেন কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দ্রাবিড়ই। কারণ এনসিএ ফিটনেস সার্টিফিকেট দিলে তবেই দলের সঙ্গে আইপিএল খেলতে যেতে পারবেন খেলোয়াড়রা। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে রাহুল জানিয়েছিলেন, তিনি সিনিয়র দলের কোচ হতে চান না। বরং অন্যভাবে ক্রিকেটের সেবা করতে চান। এনসিএ প্রধান পদের জন্য আবেদন করায় সে কথাই আরও একবার সামনে এলো।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর