“অজুহাত দিচ্ছি না, কিন্তু….”, সৌরভের প্রশ্নের উত্তরে ব্যর্থতার জন্য IPL-কেই দায়ী করলেন দ্রাবিড়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আরও একটা আইসিসি টুর্নামেন্ট এবং তাতে ভারতের ব্যর্থতার চিত্রটা এবারও অব্যাহত থেকে গিয়েছে। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup 2022) ফাইনালে ইংল্যান্ড উড়িয়ে দিয়েছিল ভারতীয় দলকে। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক ভাবে হারলেন রোহিত শর্মারা (Rohit Sharma)। রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে পরপর দুটি টুর্নামেন্টের হতাশাই সঙ্গী হল সমর্থকদের।

গতকাল এই প্রসঙ্গে ম্যাচের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন তারই প্রাক্তন সতীর্থ এবং বর্তমানে জাতীয় দলের কোচ দ্রাবিড়। আরো অনেক কথার সঙ্গে সঙ্গে তিনি একটা এমন পয়েন্ট তুলে ধরেছেন যা শুনে অনেকেই তার সঙ্গে হয়তো একমত হবেন। রাহুল দ্রাবিড় সরাসরি না হলেও পরোক্ষভাবে আঙ্গুল তুলেছেন আইপিএলের দিকে।

চেতেশ্বর পূজারা এই টেস্ট স্কোয়াডের সকল ক্রিকেটার আইপিএলের মঞ্চে নিয়মিত মাঠে নেমে তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ডে পৌঁছেছেন টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগে। কিন্তু সেই সময়টা ইংল্যান্ডের মাটিতে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট কিনা সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। রাহুল দ্রাবিড়ের কথাতেও তেমনি ইঙ্গিত পাওয়া গিয়েছে।

ভারতের প্রধান কোচ বলেছেন, “”সূচীগুলি খুবই গায়ে গায়ে ছিল। আইপিএলের পরে আমরা খুব কম সপ্তাহের প্রস্তুতি পেয়েছি। তাছাড়া এবার ইংল্যান্ডে এসে কোনও প্রস্তুতি ম্যাচও ছিল না হাতে। তবে হ্যাঁ, আমি এখানে কোনও অভিযোগ জানাতে আসিনি, এই জয়ের জন্য অস্ট্রেলিয়াকে অনেক অভিনন্দন।”

মাত্র এক সপ্তাহের মধ্যে কোনও ক্রিকেটারের পক্ষে টি-টোয়েন্টি ফরম্যাট থেকে টেস্ট ফরম্যাটে নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব কিনা, তাও এত বড় ফাইনালের আগে, সেটা নিয়ে অনেকেই এখন প্রশ্ন তুলছেন। ওই টুর্নামেন্টে যে ক্রিকেটারদের অসাধারণ ছন্দে দেখাচ্ছিল তারা এই ফাইনালে সাদামাটা পারফরম্যান্স করেছে। এরপর টেস্ট ক্রিকেট নিয়ে কিভাবে এগোনো হবে সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর