বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি আইপিএলে সব ভারতীয় তারকারা অত্যন্ত ভালো ফর্মে না থাকলেও কেউ কেউ খুবই ভালো পারফরম্যান্স করছেন। আর এই বিষয় স্বস্তি দিয়েছে রাহুল দ্রাবিড়কে। আইপিএল-এর মতো প্রতিযোগিতায় ভারতীয় দলের বড় নামদের সাফল্য পাওয়া এবং অধিনায়কত্বের চাপ সামলাতে শেখাটা ভারতের জাতীয় দকের পক্ষে অত্যন্ত ভালো দিক বলে মনে করছেন ভারতীয় দলের প্রধান কোচ।
এই মরশুমে চোট কাটিয়ে ফিরে দুরন্ত পারফরম্যান্স করেছে হার্দিক পান্ডিয়া। তিনি নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের হয়ে প্রথম মরশুমেই তাদের শিরোপা এনে দিয়েছেন। নিজেও দুর্দান্ত পারফরম্যান্স করার পাশাপাশি অধিনায়ক হিসেবে নানান সুক্ষ্ম সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সকলকে অবাক করেছে। এখন ফের ভারতীয় দলে অলরাউন্ডার হিসাবে ফিরতে তৈরি তিনি।
হার্দিক বাদেও নতুন ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব নিয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন লোকেশ রাহুলও। তিনি ব্যাট হাতে এই মরশুমেও ৬০০-এর বেশি রান করেছেন। নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপারজায়ান্টসকেও প্লে অফ অবধি নিয়ে গিয়েছেন তিনি।
রাহুল দ্রাবিড় এই বিষয়ে বলেছেন যে অধিনায়ক হিসেবে ভালো করার পাশাপাশি এই মরশুমে ব্যক্তিগত স্তরেও ভালো পারফরম্যান্স করেছেন হার্দিক, রাহুল, সঞ্জুরা। এটা ওদের পাশাপাশি ভারতীয় দলের বিকাশের পক্ষেও ভালো খবর। ভারতীয় দলের হাতে অপশন বাড়ছে বলে জানিয়েছেন তিনি।