কোচ পদে দায়িত্ব নিয়েই বড় বয়ান দিলেন দ্রাবিড়, ধন্যবাদ জানালেন শাস্ত্রীকেও


বাংলা হাট ডেস্কঃ বুধবার ভারতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের নাম ঘোষণা করেছে বিসিসিআই। প্রাক্তন কোচ রবি শাস্ত্রী আগেই জানিয়েছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দলের দায়িত্ব ছাড়তে চলেছেন তিনি। তারপর থেকেই সামনে এসেছিল রাহুল দ্রাবিড়ের নাম। প্রাক্তন এনসিএ প্রধান তথা প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়ের পরিচালনায় এবার আগামীদিনের রণনীতি ঠিক করবেন বিরাট কোহলিরা। আপাতত আগামী একদিনের বিশ্বকাপ অর্থাৎ ২০২৩ সাল অবধি এই দায়িত্বে নিযুক্ত থাকবেন দ্রাবিড়।

বুধবার এই দায়িত্ব নেওয়ার পর রাহুল দ্রাবিড় বলেন, “ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়া খুবই সম্মানের এবং আমি এই দায়িত্বের জন্য প্রস্তুত।” একইসঙ্গে প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। তিনি বলেন, “শাস্ত্রীর নির্দেশনায় দল খুব ভাল পারফর্ম করেছে এবং আমি দলের সাথে কাজ করার সময় দলকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব আশা করি।”

একইসঙ্গে তিনি আরও জানান, “আগামী দুই বছরে একাধিক দলের জন্য কিছু বড় টুর্নামেন্ট খেলা হবে এবং আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্জনের জন্য আমি খেলোয়াড় এবং সহকর্মীদের সাথে কাজ করতে উন্মুখ।” এদিন অনূর্ধ্ব ১৯ দল এবং এনসিএর সঙ্গে কাজ করার কথাও টেনে এনেছেন তিনি। তিনি জানিয়েছেন, এনসিএ, অনূর্ধ্ব ১৯ এবং ভারতীয় এ দলের সঙ্গে কাজ করার জন্যই আমি জানি, খেলোয়াড়দের প্রতি নিয়ত নিজেদের উন্নতি করার সদিচ্ছা এবং আবেগ রয়েছে।

IMG 20210819 112800

প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয় দলের একাধিক তারকা ঋষভ পান্থ, ইশান কিশান, হনুমা বিহারী, পৃথ্বী শ, শুভমান গিলরা একসময় দ্রাবিড়ের নির্দেশনাতেই তৈরি হয়েছিলেন। এমনকি তার কোচিংয়ের অধীনে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপও জয় করেছে ভারতীয় দল। অর্থাৎ একদিকে যেমন ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দলকে জেতানোর বিপুল অভিজ্ঞতা রয়েছে দ্রাবিড়ের তেমনি আবার কোচ হিসেবেও সফলতা পেয়েছেন তিনি। তাই অনেকেই মনে করছেন সৌরভ গাঙ্গুলী বোর্ড সভাপতি এবং রাহুল দ্রাবিড় কোচ পদে আসায় আগামী দিনে ভারতীয় ক্রিকেটের প্রভূত উন্নতি ঘটবে।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর