বিজেপির কর্মসূচিতে যোগ দেবেন রাহুল দ্রাবিড়? এবার কী রাজনীতিতে ভারতের কোচ? জল্পনা তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক : চলতি বছরের শেষের দিকেই বিধানসভা নির্বাচন হিমাচল প্রদেশে। সেই জন্য ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি। আর এই নির্বাচনকে পাখির চোখ করেই ১২ থেকে ১৫ মে ধর্মশালায় গঠিত হতে চলেছে বিজেপি যুব মোর্চার জাতীয় কর্মসমিতি। এই অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃত্ব ছাড়াও উপস্থিত থাকবেন হিমাচল প্রদেশের তাবড় বিজেপি নেতারা। একই সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও। এই খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা জাতীয় রাজনীতিতে। কর্ণাটক এবং হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে তরুণদের আকৃষ্ট করতে রাহুল দ্রাবিড়কেই তুরুপের তাস করতে চায় বিজেপি, শোনা যাচ্ছে এমন গুঞ্জনও।

হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে সংগঠিত বিজেপি যুব মোর্চার জাতীয় কর্মসমিতিতে থাকছেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ধর্মশালার বিধায়ক বিশাল নাহেরিয়া জানিয়েছেন, জেপি নাড্ডা ছাড়াও জাতীয় সংগঠনের মন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

বিজেপির এই অনুষ্ঠানে যোগ দেবেন ভারতীয় ক্রিকেট দলের কোচ ও প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও। ধর্মশালার বিধায়ক বিশাল নাহেরিয়া আরও জানিয়েছেন, ‘ ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়ও এই অনুষ্ঠানে অংশ নেবেন। তাঁর সাফল্যের মাধ্যমে একটি বার্তা দেওয়া হবে তরুণদের যে আমরা শুধু রাজনীতি নয়, অন্যান্য ক্ষেত্রগুলিতেও এগিয়ে যেতে পারি।’

উল্লেখ্য, হিমাচল প্রদেশ এবং কর্ণাটক বিধানসভা নির্বাচনে যে রাহুল দ্রাবিড়কে হাতিয়ার করে যে যুব সমাজকে দলের প্রতি আকৃষ্ট করতে চায় বিজেপি তা বলাই বাহুল্য। তবে সরাসরি বিজেপিতে যোগ দিতে চলেছেন কি না এই প্রাক্তন ক্রিকেটার তা নিয়ে তুঙ্গে জল্পনা। প্রসঙ্গত, চলতি বছরের শেষের দিকেই হতে চলেছে ৬৮ টি আসনের হিমাচল বিধানসভা নির্বাচন। অন্যদিকে আগামী বছর শুরুর দিকে অনুষ্ঠিত হবে ২২৪টি আসনের জন্য কর্ণাটক বিধানসভা নির্বাচন।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর