বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার লক্ষ্যে পূজারাকে আলাদা করে সময় দিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বুধবার থেকে বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারতীয় দল। ওডিআই সিরিজে বাংলাদেশের কাছে হারার পর এই সিরিজ ভারতের কাছে সম্মান পুনরুদ্ধারের। তাছাড়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্যও এই টেস্ট সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুটি টেস্ট জিতেই দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য লড়াইয়ে সামিল থাকতে চাইবে ভারত।

নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা আঙ্গুলের চোটের জন্য এই টেস্ট সিরিজের অংশ হতে পারছেন না। তার জায়গায় দলে এসেছেন বাংলার রঞ্জি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। তবে তিনি সুযোগ পাবেন কিনা সেই নিয়ে কিছুটা সন্দেহ এখনো রয়েছে। এমন অবস্থায় দলে লোকেশ রাহুল এবং বিরাট কোহলির ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে।

তবে দুই তারকাই প্রত্যাশার চাপ কাঁধে নিয়ে কতটা খোলা মনে খেলতে পারবেন সেই নিয়ে যথেষ্ট সন্দেহ থাকছে। তাই এই মুহূর্তে রাহুল দ্রাবিড়ের মূল লক্ষ্য তিন নম্বরে ব্যাট করতে নামা চেতেশ্বর পূজারার আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। দীর্ঘদিন ধরেই নিজের পরিচিত ছন্দে নেই তিনি। কিছু ম্যাচ জেতানো অর্থ শতরান করলেও বহুদিন শতরানের মুখ দেখেননি পূজারা। কিন্তু সকলেই জানেন যে এই সিরিজে জিততে গেলে তার জ্বলে ওঠাটা অত্যন্ত দরকারি।

Cheteshwar Pujara 1720x900

ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় সেই ব্যাপারটি সম্পর্কে ওয়াকিবহাল। তাই বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামার আগে আলাদা করে সময় দিচ্ছেন পূজারাকে। ওডিআই সিরিজ খেলার ধকলের কারণে লোকেশ রাহুল এবং বিরাট কোহলিকে গতকাল প্রস্তুতি থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই সময় দীর্ঘক্ষণ পূজারার টেকনিক নিয়ে তার সঙ্গে আলোচনা করতে দেখা গেছে রাহুল দ্রাবিড়কে।

এই সিরিজে চোটের জন্য মহম্মদ শামিকেও পাচ্ছে না ভারত। সেটাও একটা বড় ধাক্কা হতে পারে। বাংলাদেশ যদিও এই ফরম্যাটে কোনওদিনই বড় কোন বাধা হয়ে দাঁড়ায়নি কোনও প্রতিপক্ষের সামনেই, তবুও তাদের ঘরের মাটিতে তাদেরকে হালকাভাবে নিতে নারাজ রাহুল দ্রাবিড়রা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর