নতুন কৃষি আইনের বিরোধিতা করতে করতে রাহুল গান্ধী (Rahul Gandhi) বিদেশে রওনা দিয়েছেন। নতুন বছর প্রবেশ করার আগেই রাহুল গান্ধী ইতালির উদ্যেশে রওনা দিয়েছেন। দাবি করা হচ্ছে নতুন বছরের খুশি উৎযাপন করতে রাহুল গান্ধী ইতালি রওনা দিয়েছেন।
জানিয়ে দি, নতুন কৃষি আইন বাতিল করতে হবে এই দাবি করে উনি দু দুবার রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছিলেন। আর এখন কৃষক আন্দোলনের মধ্যে তিনি ইতালি রওনা দিয়েছেন। আন্দোলন শুরু হওয়ার সময় রাহুল গান্ধী বহুবার নিজেকে কৃষকদের হিতৈষী দেখানোর চেষ্টা করেছেন।
কৃষি বিল নিয়ে সাংসদে চর্চার সময় রাহুল গান্ধী গোয়ায় ছিলেন। আর এখন যখন আন্দোলন তুঙ্গে তখনও তিনি উধাও হয়ে গেছেন। বিহার নির্বাচনের পরেও রাহুল গান্ধী একইভাবে বিদেশে রওনা দিয়েছিলেন। যারপর এ নিয়ে বেশ ট্রোলের শিকার হতে হয়েছিল এই কংগ্রেস নেতাকে।
News coming in that Cong leader Rahul Gandhi has left for Milan via a Qatar Airlines flight this morning.
— Marya Shakil (@maryashakil) December 27, 2020
প্রাপ্ত খবর অনুযায়ী, কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে আজ সকালে রাহুল গান্ধী ইতালি রওনা দিয়েছেন। রাহুল গান্ধীর এমন কর্মকান্ডের অনেকে বলেছেন যে দেশে বিরোধী পক্ষ একেবারে দায়িত্বজ্ঞানহীন এবং দুর্বল। সোশ্যাল মিডিয়াতেও রাহুল গান্ধীর ইতালি যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক ট্রোল শুরু হয়েছে।