রাহুল গান্ধী নিজে সমস্ত গুঞ্জনের অবসান করে বুধবার নিজের ইস্তফার ঘোষণা করে দেন। রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের হারের দ্বায়িত্ব নিজের কাঁধে নিয়ে দলের সভাপতি পদ থেকে ইস্তফা দেন। রাহুল গান্ধীর ইস্তফা দেওয়ার পর থেকে কংগ্রেস বিরোধী নেতারা রাহুল গান্ধীকে নিশানা করেন।
https://twitter.com/DrKumarVishwas/status/1146373855356657669
আমেঠি থেকে বিজেপি সাংসদ স্মৃতি ইরানি রাহুল গান্ধীর ইস্তফা দেওয়ার পর বলেন, ‘জয় শ্রী রাম”। আপনাদের জানিয়ে রাখি ২০১৯ এর লোকসভা নির্বাচনে স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে কয়েক হাজার ভোটে হারিয়ে দেন। আরেকদিকে বিজেপি নেতা নলিন কোহলি রাহুল গান্ধীর ইস্তফা নিয়ে বলেন, কংগ্রেস পরিবার নির্ভর দল, রাহুল গান্ধী আশীর্বাদ পেয়ে কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, কাজ দেখিয়ে না।
https://twitter.com/RahulGandhi/status/1146359704815194112
রাহুল গান্ধী নিজেকেই ২০১৯ এর লোকসভা নির্বাচনে হারের কারণ হিসেবে বলেছেন। উনি নিজের ইস্তফা পত্রে লেখেন, আগামী দিনে কংগ্রেসের শক্তি বৃদ্ধির জন্য একজন দ্বায়িত্ববান নেতার দরকার। আর এটাই একটা কারণ যে, আমি কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিলাম।
রাহুল গান্ধী আরেকটি কারণ দেখান। তিনি বলেন, দলকে আবার শক্তিশালী করার জন্য কড়া সিদ্ধান্ত নিতে হবে, আর কয়েকজনকে ২০১৯ এর নির্বাচনের হারের জন্য দায়ি করা হবে। আর এরই জন্য অন্য কাউকে দোষী বানানো আর দলের সভাপতি হওয়ার জন্য আমার দ্বায়িত্বকে নজর আন্দাজ করা ন্যায়পূর্ণ হবেনা।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা