“বন্ধুত্ব কখনো বদলার হতে পারে না” ডোনাল্ড ট্রাম্পকে একহাত নিলেন রাহুল গান্ধী

 

বাংলা হান্ট ডেস্ক : চীন থেকে আসা করোনাভাইরাস ধীরে ধীরে গ্রাস করে নিয়েছে গোটা পৃথিবীকে। করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে গোটা বিশ্ব। গোটা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কয়েক হাজার। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও ঢুকে পড়েছে এই মারণ রোগ। ইতিমধ্যেই করোনার ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতেও মৃত্যু হয়েছে প্রচুর মানুষের।

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কোনরকম আপোষ করেনি দেশের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার। সংক্রমণ এড়াতে গত ২৪ শে মার্চ থেকে গোটা ভারত জুড়ে লক ডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই সিদ্ধান্তে তার পাশে রয়েছে প্রত্যেকটি রাজ্য সরকার।

যখন ভারতে দিনদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে সেই মুহূর্তে হাইড্রক্সিক্লোরোকুইন বিদেশে রপ্তানির ওপর স্থগিতাদেশ দিয়েছিল কেন্দ্র। তারপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে অনুরোধ করেন, যাতে এই দুঃসময় আমেরিকায় এই ওষুধের রপ্তানি বন্ধ না করে ভারত। এই বিষয়ে গভীরভাবে ভেবে দেখার কোথাও তাকে জানান প্রধানমন্ত্রী।

IMG 20200407 192940

কিন্তু তারপরেই অন্য সুর শোনা যায় ডোনাল্ড ট্রাম্পের গলায়। সম্প্রতি তিনি ভারতকে হুমকি দিয়ে বলেন, পর্যাপ্ত পরিমানে হাইড্রক্সিক্লোরোকুইন আমেরিকায় না পাঠালে এর বদলা নেবে আমেরিকা।

এই কথা শোনার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একহাত নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তারপর এই হুমকির কড়া সমালোচনা করে টুইটারে রাহুল গান্ধী লেখেন,” বন্ধুত্ব কখনও বদলার হতে পারে না। ভারত ওষুধ দিয়ে বাইরের দেশ কে সাহায্য করবে ঠিকই কিন্তু তার আগে দেশে কোয়ারান্টিনে থাকা মানুষদের জন্য তা আগে পাওয়া যেতে হবে।”

Udayan Biswas

সম্পর্কিত খবর