সিপিএম, বিজেপি ভাই ভাই! তাই বিজয়নকে ইডি ডাকে নাই! বামেদের দুর্নীতি নিয়ে সরব রাহুল গান্ধী

   

বাংলাহান্ট ডেস্ক : হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে কেরলের পরিস্থিতি। দিন কয়েক আগে সুরক্ষিত অভয়ারণ্যের বিশেষ এলাকা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গে রাহুল গান্ধী নীরব থাকার তীব্র বিরোধিতা করেছে বাম ছাত্র সংগঠন। শুধু তাই নয়, কেরলের ওয়ানাড়ে অবস্থিত রাহুল গান্ধীর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগও উঠে এসএফআইয়ের বিরুদ্ধে। এবার তার পরিপ্রেক্ষিতে শনিবার দিন অনারে গিয়ে কেরল সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একই সঙ্গে বারংবার রাহুলকে ইডির তলবের প্রসঙ্গ তুলে ধরে কংগ্রেসের জনসভা থেকে তীব্র আক্রমণ শানালেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরায় বিজয়নের দিকে।

কেরলের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এদিন রাহুল কটাক্ষ করে বলেন, “বিজেপি আর সিপিএম আসলে হরিহর আত্মা”। তবে, একথা বলার কারণও তুলে ধরেন কংগ্রেস নেতা। তার কথায়, “বিজেপির বিরুদ্ধে মুখ খুললেই এখন লেলিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে। আমায় পাঁচ দিন ধরে জেরা করেছে। কিন্তু কেরলের মুখ্যমন্ত্রীকে ডাকছে না। তাঁকে রেয়াত করা হচ্ছে।” সেই সঙ্গে রাহুলের আরোও সংযোজন, “ওই পাঁচ দিন ডেকে জেরা করা আমার কাছে পদকের মতো। আমি চাই আবার ডাকুক।” কিন্তু বিজেপি বারবার তাকে ডেকে যদি মুশকিলে ফেলার পরিকল্পনা করে থাকে তবে সেই বিষয়টি হাস্যকর হবে বলেই উল্লেখ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

rahul gandhi 1 1

সূত্রের খবর, কেরলে সোনা পাচার কাণ্ডে ইতিমধ্যে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২০ সালে তিরুবনন্তপুরম বিমানবন্দর থেকে স্বপ্না সুরেশ নামের এক কেন্দ্রীয় সরকারি আমলাকে গ্রেফতার করা হলে জানা যায়, তিনি কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে দুবাই থেকে ৩০ কেজি সোনা নিয়ে দেশে ফেরেন। এদিকে কিছুদিন আগে স্বপ্না সুরেশ আদালতে বিজয়ন এবং তার পরিবারের বিরুদ্ধে মুখ খোলেন বলেও অভিযোগ ওঠে। ফলত, সোনা পাচার কাণ্ডে বিজয়নের নাম জড়াতেই বামেদের বিরোধীরা তাকে যে একহাত নিতে শুরু করেছে একথা বলাই বাহুল্য।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর