বাংলা হান্ট ডেস্ক: নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের বক্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে, তিনি বলেন, ‘৭০ বছরে এমন সংকটজনক অর্থনৈতিক পরিস্থিতি আসেনি।’ ওনার এই মন্তব্যের সুযোগ নিয়ে এবং তাকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলল কংগ্রেস। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইট করে দেশের অর্থনীতি নিয়ে সরব হলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।
এদিন রাহুল টুইট করে লেখেন, ‘সরকারের নিজস্ব অর্থনৈতিক উপদেষ্টাই আমাদের দীর্ঘদিনের আশঙ্কাকে স্বীকৃতি দিচ্ছেন। কঠিন সমস্যা দেখা দিয়েছে ভারতের অর্থনীতিতে। এবার আমাদের সমাধানও মেনে নিন। গরিবের হাতে টাকা তুলে দিন, লোভীদের হাতে নয়।’ এমন টুইটের দ্বারাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন রাহুল গান্ধী
প্রসঙ্গত, গতকাল নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার একটি সাক্ষাৎকারে বলেন, এই পরিস্থিতি চার বছর আগেই পাল্টেছে। নোটবন্দি, GST, দেউলিয়া বিধি পরিবর্তন। আগে বাজারের বেশি শতাংশ লেনদেন নগদে হত। এখন সেই পরিমাণ অনেকটাই কমে গিয়েছে।’ শুধু তাই নয় GDP-তেও পড়েছে এই আর্থিক সংকটের প্রভাব। যাকে হাতিয়ার করে এবার কেন্দ্রের বিরুদ্ধে মাঠে নামছে বিরোধী দলগুলি।