বাংলাহান্ট ডেস্ক : বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাহুল গান্ধী। মোদীকে তোপ দেগে তাঁর দাবি, প্রধানমন্ত্রীর বিভিন্ন পদক্ষেপ চিন এবং পাকিস্তানকে একজোট করছে। জম্মু ও কাশ্মীরও কেন্দ্রের রণকৌশল এবং সিদ্ধান্তগত বিরাট ব্যর্থতা বলেই দেগে দেন তিনি।
রাহুল গান্ধীর অভিযোগ, ‘বর্তমানে হুমকির মুখে দাঁড়িয়ে রয়েছে ভারত। ভারতের উচিত ছিল কৌশলে পাকিস্তান এবং চিনের বিবাদ জিইয়ে রাখা। কিন্তু আপনারা যা করেছেন তাতে দুই দেশ এককাট্টা হয়ে গিয়েছে। যা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক।’ ৩৭০ ধারার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীর নিয়ে কেন্দ্র যা করেছে তা বিশাল ভুল’।
তিনি আরও বলেন , ‘নিজেদের প্রশ্ন করুন, কেন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে একজন বিদেশি অতিথিকেও পেলেন না আপনারা? আজকে ভারত সম্পুর্ন ভাবে একা এবং চারিদিক থেকে ঘেরা। শ্রীলঙ্কা, নেপাল, বর্মা, পাকিস্তান, আফগানিস্তান চারিদিক থেকে ঘিরে রেখেছে আমাদের। আমাদের বিরোধীরা আমাদের এই অবস্থানেরই ফায়দা ওঠাবে’।
Ask yourselves why you are not able to get a guest on Republic Day. Today India is completely isolated & surrounded. We are surrounded in Sri Lanka, Nepal, Burma, Pakistan, Afghanistan, China. Everywhere we are surrounded. Our opponents understand our position: Rahul Gandhi in LS pic.twitter.com/CS5xH5rFwu
— ANI (@ANI) February 2, 2022
তাঁর এই অভিযোগের সপাটে উত্তর দিয়েছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি একটি ট্যুইট করে বলেছেন, ‘রাহুল গান্ধী মনে হয় ইতিহাস জানেন না, তাই অভিযোগ আনছেন যে ভারত চিন এবং পাকিস্তানকে এক হতে সাহায্য করছে। ১৯৬৩ সালে শাকগ্রানম উপত্যকা চিনকে হস্তান্তরিত করে পাকিস্তান। ১৯৭০ সালে তারা একটি হাইওয়ে তৈরি করে এই উপত্যকার উপর। সেই বছরই পরমানু অস্ত্র তৈরির ক্ষেত্রে আরও মজবুত হয় দুই দেশের সম্পর্ক। এরপর ২০১৩ সাল থেকে চিন পাকিস্তান অর্থনৈতিক করিডরের কাজ চলছে।’
রাহুলের ‘ভারত একঘরে’ তত্ত্বের জবাবে তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির জন্যই কোনো অতিথি আসেননি এবছর। সমস্ত ভারতবাসীই জানেন অতিমারিতে ভারতের কী অবস্থা। ‘
আগামী কয়েকমাসের মধ্যেই বিধানসভা নির্বাচন দেশের বেশ কয়েকটি রাজ্যে। সব জায়গাতেই হতে চলেছে বিজেপি এবং কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই। তাই এহেন অবস্থায় রাহুল গান্ধীর মোদীকে বিঁধে এহেন অভিযোগে কি সত্যিই গুরুত্বপূর্ণ নাকি তা নিছকই নির্বাচনে সুবিধা পাওয়ার জন্য প্রচার মাত্র, উঠছে সেই প্রশ্নই।