‘ভারতের নম্বর কবে আসবে মোদী জি?’- করোনা ভ্যাকসিন প্রসঙ্গে মোদীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভ্যাকসিন নিয়ে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) দিকে আঙ্গুল তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, ভারতে জানুয়ারি মাসে করোনা টিকা বাজারজাত করা হত পারে। কিন্তু তার আগেই কেন্দ্র সরকারকে টার্গেট করলেন রাহুল গান্ধী।

ভারতে করোনা টিকাকরণের দিনক্ষণ
ক্রমবর্ধমান করোনা সংক্রমণের বিষয়ে চিন্তা করে ভারত সরকার আগামী মাস থেকেই নাগরিকদের মধ্যে করোনা টিকা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে ফাইজার ইনক এবং স্থানীয় সংস্থা বায়োটেক দ্বারা নির্মিত টিকাগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যখন বিশ্বের অন্যান্য দেশ যেমন- চীন, আমেরিকা, ব্রিটেন, রাশিয়ায় টিকাকরণ শুরু হয়ে গিয়েছে, তখন ভারত সরকার আগামী মাস থেকেই করোনা টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

107032514 hi053848483

কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার রাহুল গান্ধী
প্রথম থেকে যেকোন বিষয়েই প্রধানমন্ত্রী মোদীর বিপক্ষে যেতে দেখা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। বিপক্ষ দলের নেতা হওয়ায় সববিষয়েই প্রধানমন্ত্রী মোদীর বিরোধিতা করেছেন তিনি। করোনা ভাইরাসের প্রসঙ্গেও প্রথম থেকে সমস্ত বিষয়ে বিরোধিতা করার পর এবার ভ্যাকসিনের বিষয়েও কেন্দ্র সরকারের বিরোধিতা করলেন রাহুল গান্ধী।

মোদী জিকে আক্রমণ করলেন রাহুল গান্ধী
সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, ভারতে জানুয়ারি মাসে করোনা টিকা বাজারজাত করা হতে পারে। এই ঘোষণার পরই পাল্টা ট্যুইটে আক্রমণ করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, ‘যখন চীন, আমেরিকা, ব্রিটেন, রাশিয়ায় টিকাকরণ শুরু হয়ে গিয়েছে, তখন ভারতের নম্বর কবে আসবে মোদী জি?’

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর