বাংলা হান্ট ডেস্ক: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) ‘ভারত জোড়ো যাত্রা’ (Bharat Jodo Yatra) দেশজুড়ে ব্যাপক ঝড় তুলেছিল। কিন্তু এবার সেই ‘ভারত জোড়ো যাত্রা’র জন্যই দেশের বাইরে বড় বিপদে পড়তে হল কংগ্রেসের (Congress) এক নেতাকে।
‘ভারত জোড়ো যাত্রা’র পোস্টার হাতে মক্কার (Mecca) সামনে একটি ছবি পোস্ট করেছিলেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক যুবক। আর সেই ছবি তোলার পরিণতি হল করুণ। ঘটনার জেরে প্রায় আট মাস সৌদি আরবের (Saudi Arabia) জেলে কাটাতে হয়েছে তাঁকে। সঙ্গে জুটেছে চাবুকের ঘা। এই ঘটনার কথা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।
ঠিক কী ঘটনা ঘটেছে? জানা গিয়েছে, রাজা কাদরি নামে বছর সাতাশের এক যুবক নিওয়াড়ি ইউথ কংগ্রেসের সভাপতি। চলতি বছরের জানুয়ারি মাসে পিতামহি সাহিদা বেগমকে সঙ্গে নিয়ে হজ (Hajj) করতে মক্কায় যান তিনি। গত ২৫ জানুয়ারি মক্কার আল-হারাম বা হারাম মসজিদের (Mosque) সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলেছিলেন রাজা। সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন তিনি। হজযাত্রীদের মতো পোশাক পরে থাকলেও তাঁর হাতে ছিল ‘ভারত জোড়ো যাত্রা’র একটি পোস্টার এবং তেরঙা পতাকা।
জানা গিয়েছে, এরপরেই সেই দিন রাতে তাঁকে তুলে নিয়ে যায় সৌদি আরবের পুলিশ। ওই যুবক দাবি করেন, ওই দেশের নিয়ম-কানুন ভালোভাবে জানতেন না তিনি। এবং সেই জন্যেই ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ওই যুবকের হাঁটার ছবি এবং ভিডিও দেখে পুলিশ ধারনা করে যে তিনি আদতে রাজনৈতিক চর। ওই যুবকের পরিবারের অভিযোগ, ওই সময় ওই পর্যটন সংস্থা থেকে কোনও সাহায্য মেলেনি, এমনকী কেন্দ্রীয় সরকারের তরফে কোনও সহায়তা মেলেনি।
ওই কংগ্রেস নেতা জানিয়েছেন, প্রথম ছয় মাস তাঁকে ধাবানের সেন্ট্রাল জেলে রাখা হয়েছিল। একটি অন্ধকার ঘরে তাঁকে দু’বেলা দুটি রুটি ছাড়া আর কিছুই খেতে দেওয়া হত না। সেখানে তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় এবং মানসিকভাবে অত্যাচার করা হয়। এমনকী ৯৯ ঘা চাবুক তাঁর জুটেছিল বলে দাবি করেছেন তিনি। অবশেষে ৮ মাস পর মুক্তি পেয়েছেন রাজা। এরপরেই এই খবর প্রকাশ্যে এল।